মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ ।। ৯ বৈশাখ ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
সিভিল ড্রেসে আসামি ধরতে পারবে না পুলিশ : স্বরাষ্ট্র উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় নতুন প্রস্তাব আসছে : আলী রীয়াজ নবীজিকে নিয়ে কটূক্তি, সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ স্বায়ত্তশাসন পুনঃপ্রতিষ্ঠার দাবিতে পরমাণু শক্তি কমিশনের সংবাদ সম্মেলন AAOIFI ও CSBIB এর প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত ওয়াকফ বিল বাতিলের দাবিতে খেলাফতের গণমিছিল কাল দুই কলেজ শিক্ষার্থীদের মারামারি, আহত ৭ জন ঢামেকে নৈতিক শিক্ষা এখন কেবল মাদরাসায় পাওয়া যায় : ধর্ম উপদেষ্টা মাদ্রাসা ব্যবস্থাপনায় স্বেচ্ছাচারিতা: শিক্ষকের সম্মান কোথায়? ফিলিস্তিন ও রোহিঙ্গা ইস্যু বিশ্ব যেন উপেক্ষা না করে : প্রধান উপদেষ্টা

বিশ্বের মুসলিম সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্রকে প্রতিহত করতে হবে : জৈনপুরের পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

1480785693_adadadআওয়ার ইসলাম: জৈনপুর দরবার শরীফের পীর আলহাজ হযরত মাওলানা শাহ্ সুফি সাইফুল হাফিজ সিদ্দিকী বলেছেন, ইসলাম শান্তির ধর্ম। সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনো স্থান নেই এ ধর্মে। অনৈক্য ও পারস্পরিক দ্বন্দ-অভিশ্বাসের কারণে বিশ্বব্যাপী মুসলমানরা নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছেন। মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর চলছে বর্বর নির্যাতন। তাই ইসলাম বিদ্বেষী অপশক্তির হাত থেকে বাঁচতে হলে বিশ্বের মুসলিম সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হয়ে এ অন্যায় অত্যাচার ও ষড়যন্ত্রকে প্রতিহত করতে হবে।
তিনি আরো বলেন, কুরআন ও সুন্নাহ মোতাবেক মুসলমানদের চলতে হবে, সকল অন্যায়-অবিচার থেকে সমাজকে মুক্ত রাখতে আমাদের সবাইকে কাজ করতে হবে। তিনি শনিবার সকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলার বাঙ্গুরী এলাকায় আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ব্যবসায়ী আবদুল মান্নান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মাহফিলে বক্তব্য রাখেন হযরত মাওলানা আলী হায়দার নিজামী, নাগাইশ দরবার শরীফের পীর মাওলানা মোশতাক ফয়েজী, মাওলানা মুফতি আবুল খায়ের, মাওলানা আব্দুল বাতেন, মুফতি মাজহারুল ইসলাম, মাওলানা আবুল বাশার ফারুকী, মাওলানা অহিদুর রহমান, মাওলানা মিজানুর রহমান ও মাওলানা হাফেজ ইমাম আল-হুসাইনী প্রমুখ। মাহফিল পরিচালনা করেন জৈনপুরের খলিফা মাওলানা নূরে আলম আজমী।
পরে বাংলাদেশ ও বিশ্বের মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন জৈনপুর দরবার শরীফের পীর আলহাজ হযরত মাওলানা শাহ্ সুফি সাইফুল হাফিজ সিদ্দিকীর ছেলে মাওলানা হাফিজ সিদ্দিকী।

এম কে

 


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ