সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৭ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭


পাকিস্তান ইংরেজ বিধান নয়, মুহাম্মদি শরিয়তের জন্য: পাক-জামায়াত নেতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

siraj-pak-jamatওমর শাহ: পাকিস্তান জামায়াতে ইসলামীর প্রধান সিরাজুল হক বলেছেন, পাকিস্তান ইংরেজ বিধান নয়, মুহাম্মদি শরিয়তের  জন্য গঠন করা হয়েছে। আমাদের পূর্বসুরীরা লক্ষ প্রাণ নেজামে মুস্তফার জন্য দিয়েছেন।

তিনি বলেন, আজও দেশের ৯৫ভাগ মানুষ কুরআনের বিধান চায়। জামায়াতে ইসলাম প্রধান বিচারকের হাতে ইংরেজ বিধান বাদ দিয়ে কুরআন দেখতে চায়।তাহলে ধনী ও গরিবের জন্য একই আইন হবে।

তিনি বলেন, যতদিন দেশে কুরআনের আইন প্রতিষ্ঠা হবে না ততদিন দেশে গরিবরা ইনসাফ পাবে না।শাসকরা দেশে ধনী-গরিবের মাঝে অনেক পার্থক্য তৈরি করে  দিয়েছে।

সূত্র: ডেইলি পাকিস্তান উর্দু

ডিএস

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ