মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ ।। ৮ বৈশাখ ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৬


প্রবাসী রেমিটেন্সের উপর করারোপ করছে না সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ministry.of.financeআওয়ার ইসলাম : সৌদি অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, সরকার প্রবাসী রেমিটেন্সের উপর করারোপ করবে না। গত সপ্তাহে এক সংবাদে বলা হয়, সৌদি আরবের সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটি ‘শুরা কাউন্সিল’ প্রবাসী রেমিটেন্সের উপর করারোপের প্রাথমিক অনুমোদন দিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি আরব কর নির্ধারণের ক্ষেত্রে আন্তর্জাতিক শ্রম ও আর্থিক নীতি মালা সংরক্ষণে দৃঢ় প্রতীজ্ঞ।

সৌদি আরবের মোট জনসংখ্যার প্রায় এক তৃতীয়াংশ ৩ কোটি মানুষ বহিরাগত। তাদের অনেকেই প্রচুর অর্থ খরচ করে সৌদিতে অর্থ উপার্জন করতে যায়।

বিশ্ব বাজারে তেলের মূল্য কমে যাওয়ায় সম্প্রতি সৌদি ব্যাপক বাজেট ঘাটতির মুখে পড়ে। আর্থিক সংকট মোকাবেলায় অর্থনীতিতে ঢেলে সাজানোর উদ্যোগ নেয়া হয়। তারই অংশ হিসেবে প্রস্তাব করা হয় প্রবাসী আয়ের উপর করারোপের।

সূত্র : আরব নিউজ

-এআরকে


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ