
রোবরার রাতে কুইবেক ইসলামিক কালচারাল সেন্টার পরিচালিত একটি মসজিদে সন্ত্রাসী হামলায় ৬ জন নিহত হন। এ হামলার প্রতিবাদে এক বিবৃতিতে তিনি বলেন, 'মুসলমানদের ওপর এই সন্ত্রাসী হামলার নিন্দা জানাই।'
তিনি আরও বলেন, ' কানাডার মুসলমানেরা আমাদের জাতিগত কাঠামোর খুবই গুরুত্বপূর্ণ অংশ। আমাদের সমাজ, শহর ও দেশে এরকম কাণ্ডজ্ঞানহীন ঘটনার কোন স্থান নেই।'
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে এক নির্বাহী আদেশে দেশটির দরজা শরণার্থীদের জন্য সাময়িকভাবে বন্ধ ঘোষণ করেন। একই সঙ্গে মুসলিমপ্রধান সাতটি দেশ থেকে যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশের ওপর সাময়িকভাবে নিষেধাজ্ঞা দেন। তারই পরিপ্রেক্ষিতে রোববার এক ঘোষণায় বিপন্ন শরণার্থীদের নিজ দেশে স্বাগত জানান কানাডার প্রধানমন্ত্রী।
সূত্র : রয়টার্স
-এআরকে