সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :

সিঙ্গাপুরে সৌদি কূটনীতিককে বেত্রাঘাত ও ২৬ মাসের জেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

saudi_betraghatআওয়ার ইসলাম: যৌন নিপীড়নের দায়ে দোষী প্রমাণিত এক সৌদি কূটনীতিককে চারবার বেত্রাঘাত ও ২৬ মাসের জেল দিয়েছেন সিঙ্গাপুরের একটি আদালত।

সৌদি আরবের বেইজিং দূতাবাসে নিযুক্ত আছেন দণ্ডিত কূটনীতিক বান্দের ইয়াহিয়া এ. আল জাহারনি (৩৯)। গত বছর সিঙ্গাপুরে ছুটি কাটাতে এসে এক শিক্ষানবীশ হোটেলকর্মীকে যৌন নিপীড়ন করেন তিনি।

সৌদি কূটনীতিক এ. আল জাহারনি জানিয়েছেন, রায়ের বিরুদ্ধে তিনি আপিল করবেন।

পুরুষ অপরাধীদের বেত্রাঘাতের বিধান রয়েছে সিঙ্গাপুরে। যৌন নিপীড়ন, দাঙ্গা-হাঙ্গামা অথবা ভিসা ছাড়া ৯০ দিনের বেশি অবস্থান করলে এ ধরনের সাজা দেওয়া হয় দেশটিতে। সৌদি আরবেও সাজা হিসেবে বেত্রদণ্ড দেওয়া হয়।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ