মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ ।। ৯ বৈশাখ ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৬


তুরস্কে সীমিত হচ্ছে আজানের আওয়াজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ajan_namaj_muajjin_mosjidআযান প্রচারের ক্ষেত্রে তুরস্কের দিয়ানাত সংগঠন এক নির্দেশাবলী জারে করেছে। এত বলা হয়েছে প্রত্যেক মসজিদের স্পিকারে ৮০ ডেসিবলের অধিক প্রয়োগ করে যেন আযান প্রচার করা না হয়।

আযান সীমিতের কারণ সম্পর্কে এই সংগঠন বলেছে, বিভিন্ন মসজিদে রীতির বিরুদ্ধে আযান প্রচার, মাইক্রোফোন ও স্পিকার যথাযথ ব্যবহার না করার ফলে স্বাস্থ্যের ক্ষতি হওয়ার কারণে আযান সীমিত করা হয়েছে।

গত সপ্তাহে তুরস্কের এরজ়ুরুম শহরে অনুষ্ঠিত শীতকালীন যুব অলিম্পিক গেমসে অংশগ্রহণকারীদের মাঝে কুরআন বিতরণের ক্ষেত্রে সেদেশের পুলিশ বাধা প্রয়োগ করেছে।

এআর


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ