মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ ।। ৯ বৈশাখ ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৬


পাকিস্তানের জাতীয় পরিষদে বাধ্যতামূলক কুরআন শিক্ষা বিল পাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

pakistan essemblyআওয়ার ইসলাম : পাকিস্তানের জাতীয় পরিষদে কুরআনের বাধ্যতামূলক শিক্ষা বিল-২০১৭ পাস হয়েছে। জাতীয় পরিষদে বিলটি সর্বসম্মতিক্রমে পাস হয়েছে।

রেডিও পাকিস্তানের রিপোর্টে বলা হয়, জাতীয় পরিষদের সদস্য  এবং বর্তমান সংসদীয় কমিটির সদস্য ডাক্তার আমিরুল্লাহ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সর্বসম্মতিতে আইনটি বিলটি পাস হয়েছে।

বিলে বলা হয়েছে, প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থীকে দেখে দেখে কুরআন পাঠ শেখানো হবে এবং ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত তরজমাসহ কুরআন পাঠদান করা হবে।

উল্লেখ্য, চলতি মাসের শুরুতে খায়বার পাখতুনের মন্ত্রীসভা বাধ্যতামূলক শিক্ষা আইন অনুমোদন করে। সেখানে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বাধ্যতামূলক করা হয়। প্রাথমিক স্তরে দেখে দেখে কুরআন পাঠ এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে অনুবাদসহ কুরআন পাঠ বাধ্যতামূলক করা হয়।

সূত্র : নিউজ, পাকিস্তান

-এআরকে


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ