শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
শেষ হলো ইফার পক্ষকালব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা সুদানে মসজিদে ড্রোন হামলায় প্রাণ গেল ৭৫ জনের রপ্তানি সত্ত্বেও ভারতে পাচার হচ্ছে চাঁদপুরের ইলিশ দেশের মানুষ আর পূর্বের অবস্থায় ফিরে যেতে চায় না: পীর সাহেব চরমোনাই বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১

৪০ মরণাপন্ন শিশুকে দত্তক নিয়ে আলোচনায় যে মুসলিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

muhammad_bajekমরণাপন্ন ৪০ জন শিশুকে দত্তক নিয়ে তুমুল আলোচনায় এসেছেন যুক্তরাষ্ট্রের এক মুসলিম। তার এই দত্তক মিশন এখনো অব্যহত রয়েছে।

কোনও শিশু মারণরোগে আক্রান্ত হলে গোটা পরিবারেই যেন বিষাদের ছায়া নামে। অথচ যেচে সে বিষাদকেই কাছে ডেকে নেন তিনি। মহৎ এ ব্যক্তির নাম মুহাম্মদ বাজেক। শুধু মরণাপন্ন বাচ্চাদেরই দত্তক নেন তিনি। বিশ্বে এমন নজির আর নেই।

সাতের দশকে লিবিয়া থেকে মার্কিন মুলুকে চলে যান তিনি। তারপর থেকে বিগত কয়েক দশক ধরে এ কাজ করে চলেছেন তিনি। কোনও স্বেচ্ছাসেবী সংস্থার প্ররোচনা নয়। একেবারে ব্যক্তিগত উদ্যোগেই এ কাজ করে চলেন তিনি। যে শিশু মারণরোগে আক্রান্ত হয়ে মরণাপন্ন, অসহায় তাকেই আশ্রয় দেন তিনি।

সন্তান দত্তক নেওয়া তো চাট্টিখানি কথা নয়। তার উপর আবার মরণাপন্ন রোগীকে পালন করা। কিন্তু এ কঠিন কাজটিই করতে ভালবাসেন মুহাম্মদ বাজেক। এতদিনে প্রায় ৪০টি বাচ্চাকে দত্তক নিয়েছেন তিনি। তার মধ্যে ১০টি বাচ্চা অসুখে প্রাণ হারিয়েছে। সে কষ্ট তিনিও পেয়েছেন। কিন্তু এ কাজ থেকে বিরত হননি।

যে সময় মার্কিন মুলুকে মুসলিম বিদ্বেষ চরমে উঠছে, সে সময় এক অনন্য নজির গড়ে চলেছেন এই ব্যক্তি। তবে এ জন্য তিনি কোনও হাততালি-প্রশংসা পেতে চান না। শুধু মনের ডাকেই এ কাজ করে চলেছেন তিনি।

https://www.youtube.com/watch?time_continue=49&v=6ftZsQVBkX8


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ