শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর ইমামের পেছনে নামাজ পড়তে মালদ্বীপে মুসল্লিদের ঢল আ.লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দোহাই দেয় : সারজিস নারী সংস্কার কমিশন বাতিল না করলে আন্দোলনের দাবানল জ্বলবে: হেফাজত আটপাড়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কর্মস্থলে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির সুপারিশ মজলিসে আমেলার বৈঠকে জমিয়ত, রাত পোহালেই কাউন্সিল কাল ঢাকায় ইসলামী আন্দোলনের গণমিছিল, প্রস্তুতি সম্পন্ন ‘রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে’ মাদরাসা শিক্ষার্থীদের মাঝে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের কিতাব বিতরণ "পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা”

এখনো আলেমদের হাতেই সমাজের নেতৃত্ব: মোকতাদির চৌধুরী এমপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামিক ফাউন্ডেশন কুষ্টিয়া জেলা কার্যালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার আয়োজিত সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে আলেমদের করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে র আ ম উবায়দুল মোকতাদির চোধুরী এমপি বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলের জন্য কার্যকরী পদক্ষেপ হলো আলেম ওলামাদের উদ্যোগ বিবৃতি ও ওয়াজ নসিহত।

ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্ণর এর গভর্নর উবায়দুল মোকতাদির চৌধুরী আরও বলেন, তৃণমূল পর্যায়ে জনসাধারণের সাথে আলেম ওলামাদের সরাসরি সম্পর্ক রয়েছে। প্রকৃত অর্থে আলেমদের হাতে সমাজের নেতৃত্ব। মানুষের মন মগজ ও আত্মার নেতৃত্ব উলামায়ে কেরামই যোগ যোগ ধরে দিয়ে আসছেন। আজকের এই সমাজকে সন্ত্রাস জঙ্গিবাদসহ সব রকমের অপরাধ নির্মূল করতে হলে আলেমদের ব্যাপকভাবে সৌচ্চার হওয়ার প্রয়োজন।

তিনি কওমি মাদরাসার স্বীকৃতি প্রসঙ্গে বলেন, দেশের বৃহৎ বড় জনগোষ্ঠীকে বায়ে রেখে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা কখনোই সম্ভব নয়। কওমি মাদরাসার সন্তানদের মেধা শিক্ষা ও দক্ষতাকে কাজে লাগিয়ে বাংলাদেশের অগ্রযাত্রাকে আরও তরান্বিত করতে হবে।

তিনি আলেম ওলামাদের সুনাগরিক উল্লেখ করে বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার কওমি সনদের যে ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন এর মাধ্যমে লাখো কওমি তরুণের দেশ বিদেশে ধর্মী কর্মী কাণ্ডে ব্যাপক অংশগ্রহণের সুযোগ তৈরি হয়েছে। দক্ষ জনবল তৈরি করে কওমি মাদরাসাকে প্রমাণ করতে হবে তারাও আধুনিক পৃথিবীর চ্যালেঞ্জ গ্রহণ করতে জানে।

কুষ্টিয়ার শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহা পরিচালক সামীম মোহাম্মদ আফজাল।

সম্মেলনে কুষ্টিয়া জেলা প্রশাসক ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে আলেমদের বাইরে রাখা যৌক্তিক নয়: মোকতাদির চৌধুরী

আরআর


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ