শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর ইমামের পেছনে নামাজ পড়তে মালদ্বীপে মুসল্লিদের ঢল আ.লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দোহাই দেয় : সারজিস নারী সংস্কার কমিশন বাতিল না করলে আন্দোলনের দাবানল জ্বলবে: হেফাজত আটপাড়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কর্মস্থলে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির সুপারিশ মজলিসে আমেলার বৈঠকে জমিয়ত, রাত পোহালেই কাউন্সিল কাল ঢাকায় ইসলামী আন্দোলনের গণমিছিল, প্রস্তুতি সম্পন্ন ‘রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে’ মাদরাসা শিক্ষার্থীদের মাঝে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের কিতাব বিতরণ "পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা”

লোক দেখানো ত্রাণ নয়; হাওরবাসীকে বিনাসুদে ঋণ দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওরাঞ্চলকে সরকার দুর্গত এলাকা ঘোষণা করুক বা না করুক তারা দুর্গত অবস্থাতেই আছে উল্লেখ করে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, মহাজনের দাদন, এনজিও ঋণের দৌরাত্মের মোকাবেলায় সরকারি সুদবিহীন ঋণপ্রকল্প হাওরে জরুরিভিত্তিতে চালু করতে হবে।

হওরাঞ্চলের দুর্গতদের সেবায় এগিয়ে যাওয়া প্রত্যেক মানুষের নৈতিক দায়িত্ব। এনজিও আর মহাজনদের ঋণের বোঝা থেকে হাওরবাসীকে বাঁচান।

হাওরবাসীকে বিনাসুদে ঋণ দেয়ার আহ্বান জানিয়ে আল্লামা মাসঊদ বলেন, দেশের সবধরনের উন্নতির আগে দুর্গত মানুষদের বাঁচানো উচিত। তাদের পাশে দাঁড়ানো উচিত। তাদের সহযোগিতাটাই এখন সময়ের দাবি।

লোকদেখানো ত্রাণে হাওরবাসীর কোনো উপকার হবে না দাবি করে আল্লামা মাসঊদ বলেন, সামাজিক ত্রাণবিতরণের দৃশ্য সাময়িক ভালো লাগলেও বাস্তবে তা হাওরবাসীর জীবন রক্ষা করে না। হাওর অঞ্চলে সরকারকে প্রত্যেক কৃষকের পাশে দাঁড়ানো উচিত।

বিত্তবানদের যাকাতসহ সবধরনের দান রোজার আগেই দুর্গত এলাকায় বিতরণ করা যাবে এমন অভিমত জানিয়েছেন ফরীদ উদ্দীন মাসঊদ।

ইসলামের এই বিশেষজ্ঞ বলেন, যাকাত ও দানের জন্য রোজার অপেক্ষা করার কোনো মানে নেই। বরং এখন মানুষ দুর্গত অবস্থায় আছে। অপেক্ষা না করে এখনই তাদের পাশে ছুটে যাওয়া উচিত।

আজ ২৮ এপ্রিল ২০১৭ শুক্রবার সকালে রাজধানীর খিলগাঁও থেকে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ এসব কথা বলেন।

আল্লামা মাসঊদ বলেন, দুর্গত এলাকার মানুষদের সেবায় এগিয়ে যাওয়া ঈমানী দায়িত্বের মধ্যে পড়ে। দেশের আলেম উলামা, দ্বীনদরদি মুসলিমসহ সবারই দুর্গত এলাকার মানুষদের পাশে দাঁড়ানো উচিত।

পদক-পুরষ্কার নিয়ে আক্ষেপ নেই, আমি নাম যশ খ্যাতির জন্য লিখিনি

খতীবদের প্রতি আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের খোলা চিঠি

এআর


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ