সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করুন: সম্মিলিত খতমে নবুওয়াত পরিষদ গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মরক্কোতে হাজারো মানুষের বিক্ষোভ দাওয়াত ও তাবলিগের নীরব বিপ্লব ফিলিস্তিনকে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য-কানাডা ও অস্ট্রেলিয়া গ্রেপ্তার এড়াতে বাস পাল্টায়, গন্ধে ১৪ কেজি গাঁজাসহ ধরা খেল তরুণী দুপুরের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস সত্তর হাজার কালেমা পড়লে কি মাগফিরাত পাওয়া যায়? ঢাবির হল রিডিংরুমে বসছে এসি, সংস্কার হবে ক্যান্টিনও: ডাকসু জিএস ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদরাসা ছাত্রী, অভিযুক্ত জামায়াতকর্মী গ্রেপ্তার. ইসলামকে একটি বার সুযোগ দেওয়ার অনুরোধ শায়খে চরমোনাইয়ের

মূর্তি নিয়ে প্রতিবাদকারী ১৮০ জনের নামে মামলা, ৪ জন কারাগারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাকিব হাসান: সুপ্রিম কোর্টের সামনে থেকে গ্রিক দেবী থেমিসের ভাস্কর্য অপসারণের প্রতিবাদের ঘটনায় চার জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৪০ থেকে ১৫০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

পুলিশ বাদী হয়ে শাহবাগ থানায় শুক্রবার রাতে পেনাল কোডের ১৪৭, ১৪৮, ১৪৯, ১৮৬, ৩৩২, ৩৩৩, ৩৫৩, ৩০৭ ও ৪২৭ ধারায় মামলাটি দায়ের করে। এই ধারাগুলোর মধ্যে ৩০৭ ধারায় তাদের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগও আনা হয়েছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন ‘সরকারি কাজে বাধা দেওয়ায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় চারজনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে আরও অজ্ঞাত ১৪০ জনকে।

আজ শনিবার এই মামলার এক শুনানিতে আদালত তাদেরকে কারাগারে পাঠায়। শনিবার ঢাকা মহানগর হাকিম সত্যব্রত্য শিকদার এই আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) মোজ্জাম্মেল, শাহাবাগ থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখিয়ে শাহাবাগ থানা পুলিশ আদালতে হাজির করে। এসময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গ্রেফতারকৃত ৪ আসামিকে কারাগারে রাখার আবেদন করেন, তদন্ত কর্মকর্তা।

ভাস্কর্য অপসারণের প্রতিবাদে মিছিল, পুলিশের টিয়ারসেল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ