সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদরাসা ছাত্রী, অভিযুক্ত জামায়াতকর্মী গ্রেপ্তার. ইসলামকে একটি বার সুযোগ দেওয়ার অনুরোধ শায়খে চরমোনাইয়ের বক্তা আমির হামজার বক্তব্য মনগড়া ও অসত্য: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেবে বিআরটিএ নিজ খরচে দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করলেন তামিম ইকবাল ফজলুর রহমানের মন্তব্যের প্রতিবাদ ডাকসু নেতাদের জাতিসংঘ অধিবেশনে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী আরও দুই নেতা যেসব দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে  ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া জাগো হে কওমি তারুণ‍্য!

মুক্তি পেলেন ঈশা ছাত্র আন্দোলনের সব কর্মী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এ এস এম মাহমুদ হাসান: গ্রিক দেবীর মূর্তি অপসারণ করে পুনরায় সুপ্রিমকোর্ট অঙ্গণে প্রতিস্থাপনের প্রতিবাদে গতকাল গভীররাতে প্রেসক্লাবের সামনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন কালে গ্রেফতার হওয়া সকল কর্মী আজ রাত ১০.৩০ মিনিটের দিকে মুক্তি পেয়েছেন।

রাত ১১ টায় ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় অফিসে ফোন করা হলে আওয়ার ইসলামকে বিষয়টি নিশ্চিত করা হয়।

পুলিশের হামলা লাঠিচার্জ ও গ্রেফতারের প্রতিবাদে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন আজ জোহর বায়তুল মুকাররম উত্তর চত্ত্বরে প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশ থেকে আল্টিমেটামের পরই আজ রাতে তারা নিউমার্কেট থানা থেকে মুক্তি পান।

[জীবনের প্রথম পুলিশের নির্দয় লাঠির আঘাতে জখমপ্রাপ্ত হলাম]

গ্রিক দেবীর মূর্তি অপসারণ করে পুনরায় সুপ্রিমকোর্ট অঙ্গণে প্রতিস্থাপনের প্রতিবাদে গতকাল গভীররাতে প্রেসক্লাবের সামনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করে। ভোররাত পর্যন্ত অবস্থান করে ছাত্রনেতা কর্মীরা মূর্তি পুন:স্থাপনের প্রতিবাদে মিছিল বের করে। রাজপথেই সেহরী ও ফজরের নামাজ আদায়ের পর মিছিল বের করলে পেছন থেকে পুলিশ মিছিলের উপর হামলা চালিয়ে লাঠিচার্জ করে। এ সময় মিছিল থেকে ছাত্র আন্দোলনের সহ-সভাপতি শেখ ফজলুল করীম মারুফ, প্রচার সম্পাদক ইলিয়াস হাসানসহ ৯ ছাত্রনেতাকে গ্রেফতার করে।

পুলিশের হামলা লাঠিচার্জ ও গ্রেফতারের প্রতিবাদে ঈশা ছাত্র আন্দোলনের গতকাল বাদ জোহর বায়তুল মুকাররম উত্তর চত্ত্বরে প্রতিবাদ সমাবেশ করে।

১০ লাখ বিদেশি শ্রমিককে ইফতার করাবে সৌদির

২য় বর্ষে আওয়ার ইসলাম; বর্ষপূতির নানা উদ্যোগ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ