বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ ।। ১০ বৈশাখ ১৪৩২ ।। ২৬ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :

মসুলে বিমান হামলায় নিহত ১২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইরাকের মসুলে মার্কিন নেতৃত্বধীন জোটের বিমান হামলায় ১২০ বেসামরিক মারা গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।

মার্কিন সমর্থিত ইরাকি বাহিনীর হামলায় মসুলে ১২০ জন বেসামরিক মানুষ মারা গেছে। প্রবল লড়াইয়ের মধ্যে এখনও সেখানে আটকা পড়ে আছে ২ লাখ বেসামরিক মানুষ।

ইরাকি সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মাধি আব্বাস বলের, ‘আমরা জিনজিল এলাকায় আইএসকে প্রতিহত করার চেষ্টা করছি। আমরা তাদের অনেক গাড়িবোমা ও বাড়ি ধ্বংস করেছি। এছাড়া অনেক বেসামরিককে পালিয়ে যেতে সাহায্য করেছি আমরা। ’

মার্কিন জোট নিয়ন্ত্রিত অপারেশন ইনহেরেন্ট রিজলভ অফিস থেকে এক বিবৃতিতে এমনটা জানানো হয়। বিবৃতিতে তারা জানায়, ইরাকি বাহিনী ও মার্কিন জোট বেসামরিকদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছে। আইএস জঙ্গিরা স্নাইপারের মাধ্যমে পালাতে চাওয়া বেসামরিকদের লক্ষ্য করছে। তাদের কাছ থেকেই শহর পুনরুদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। বেসামরিক হত্যার অভিযোগ গুরুত্ব সহকারে নেওয়া হয়েছে এবং এগুলো তদন্ত করে দেখা হবে।

মসুল দখল ধরে রাখতে চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে আইএস। এজন্য মসুলের গ্র্যান্ড নুরি মসজিদের চারপাশের রাস্তা বন্ধ করে দিয়েছে তারা।

মসুলে ১৫ নাগরিককে প্রকাশ্যে ফাঁসি দিল আইএস


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ