বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ ।। ১০ বৈশাখ ১৪৩২ ।। ২৬ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :

যুক্তরাজ্য নির্বাচনে তিন বাংলা কন্যার জয়; ঝুলন্ত পার্লামেন্টের সম্ভাবনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে পুনরায় বিজয়ী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী, রূপা হক ও টিউলিপ সিদ্দিক। বৃহস্পতিবার অনুষ্ঠিত যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে এই তিন বাংলাদেশি 'কন্যা' বড় ব্যবধানে জয় পান।

লেবার পার্টি থেকে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী, রূপা হক ও টিউলিপ সিদ্দিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন থেকে ১৫ হাজার ৯৬ ভোটের বড় ব্যবধানে দ্বিতীয়বারের মতো লেবার পার্টির এমপি নির্বাচিত হয়েছেন।

লন্ডনের ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসনে পুনরায় ব্রিটিশ পার্লামেন্ট সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ড. রূপা হক। লেবার দলীয় প্রার্থী রূপা হকের প্রাপ্ত ভোট ৩৩ হাজার ৩৭। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ দলের প্রার্থী জয় মোরিসি পেয়েছেন ১৯ হাজার ২৩০ ভোট।

ব্রিটিশ বাংলাদেশিদের গৌরবোজ্জ্বল ইতিহাস লিখতে গেলে সবার উপরে নাম থাকবে ব্রিটিশ এমপি রুশনারা আলীর। ২০১০ সালে প্রথম বাংলাদেশি এমপি হিসেবে ১১ হাজার ৫৭৪ ভোট বেশি পেয়ে টাওয়ার হ্যামলেটসের বেথনালগ্রিন-বো আসন থেকে ব্রিটিশ পার্লামেন্টে পা রেখে ইতিহাসের পাতায় ঢুকেন তিনি। এরপর ২০১৫ সালের নির্বাচনেও নিজেকে ছাড়িয়ে ব্রিটিশ পার্লামেন্টে ঢুকেন রুশনারা আলী।

এবারের মধ্যবর্তী নির্বাচনেও ৩৫ হাজার ৩৯৩ ভোটের বিশাল ব্যবধানে তৃতীয় মেয়াদে হ্যাটট্রিক জয় পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী।

এদিকে প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে ক্ষমতাসীন থেরেসা মের কনজারভেটিভ পার্টি পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের ক্ষেত্রে কিছুটা ঘাটতির মুখে পড়তে পারে কনজারভেটিভ পার্টি। তারা ৩১৮টি আসন পেতে পারে। আর লেবার পার্টি পেতে পারে ২৬২টি আসন।

কিন্তু কোনো দল এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে প্রয়োজন ৩২৬ আসন। সেক্ষেত্রে যুক্তরাজ্যে ঝুলন্ত পার্লামেন্ট হওয়ার সম্ভাবনাই বেশি।

এসএস/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ