সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করুন: সম্মিলিত খতমে নবুওয়াত পরিষদ গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মরক্কোতে হাজারো মানুষের বিক্ষোভ দাওয়াত ও তাবলিগের নীরব বিপ্লব ফিলিস্তিনকে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য-কানাডা ও অস্ট্রেলিয়া গ্রেপ্তার এড়াতে বাস পাল্টায়, গন্ধে ১৪ কেজি গাঁজাসহ ধরা খেল তরুণী দুপুরের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস সত্তর হাজার কালেমা পড়লে কি মাগফিরাত পাওয়া যায়? ঢাবির হল রিডিংরুমে বসছে এসি, সংস্কার হবে ক্যান্টিনও: ডাকসু জিএস ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদরাসা ছাত্রী, অভিযুক্ত জামায়াতকর্মী গ্রেপ্তার. ইসলামকে একটি বার সুযোগ দেওয়ার অনুরোধ শায়খে চরমোনাইয়ের

কাতারের ওপর অবরোধ আরোপ করা হয়নি: সৌদি পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: কাতারের উপর কোনো অবরোধ আরোপ করা হয়নি বলে জানালেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আবদেল আল জুবায়ের।

মঙ্গলবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের সঙ্গে বৈঠকে আবদেল আল জুবায়ের এ তথ্য দেন।

সৌদিসহ আটটি দেশের সঙ্গে কাতারের সম্পর্ক ছিন্ন হওয়ার ঘটনায় মার্কিন প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, তারা দোহার সঙ্গে প্রতিবেশি দেশগুলোর সম্পর্ক স্বাভাবিকের বিষয়টিকে জোর দিচ্ছে। এর মধ্যেই ওয়াশিংটনে সৌদির পররাষ্ট্রমন্ত্রী আবদেল আল জুবায়ের অবরোধ আরোপ না করার কথা বললেন।

টিলারসন এবং আল জুবায়ের স্টেট ডিপার্টমেন্টে এক ঘণ্টা বৈঠকে গুরুত্ব পেয়েছে কাতার ইস্যু।

আল জুবায়ের বলেন, কাতারের ওপর কোনো অবরোধ আরোপ করা হয়নি। তাদের বন্দর এবং বিমানবন্দরগুলো এখনো মুক্ত।

তিনি বলেন, ‘আমরা শুধুআমাদের আকাশপথ ব্যবহারে তাদের বাধা দিয়েছি। এটা আমাদের সার্বভৌমিক অধিকার। কাতার এয়ারওয়েজ বা কাতারের কোনো এয়ারলাইন্সের ওপর সৌদির আকাশ ব্যবহার করার ক্ষেত্রে এই সীমাবদ্ধতা আনা হয়েছে, অন্য কারো জন্য নয়।’

তিনি আরো বলেন, ‘কাতারের বন্দরগুলো খোলা। সেখানে কোনো অবরোধ নেই। কাতার যেকোনো জায়গায় পণ্য পাঠাতে পারে। তারা শুধুমাত্র আমাদের জলসীমানা ব্যবহার করতে পারবে না।’

এসব ইস্যুতে মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদকে ফোন করেছেন।

সূত্র: আরব নিউজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ