মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭


টাঙ্গাইল ও ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা টাঙ্গাইল ও ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। এতে ঘরমুখো মানুষ ভোগান্তিতে পড়েছেন।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ৬৫ কিলোমিটারের অন্তত ২০ টি স্থানে গাড়ির গতি কমে যাচ্ছে ও সাময়িক জ্যামের সৃষ্টি হচ্ছে। ফলে গাড়ির গতি হয়ে যাচ্ছে সীমিত। সঠিক সময়ে গাড়ি গন্তব্যে না পৌঁছতে পারায় যাত্রীরা নানা দুর্ভোগের মধ্যে পড়েছে। ভোরে অনেকেই সেহরি খেতে পারেন নি।

এদিকে ময়মনসিংহ রুটেও দীর্ঘ জ্যামে আটকে আছে গাড়িগুলো। গাজীপুর ভালুকা এসব এলাকায় সৃষ্টি হয়েছে যানজট।

টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মিডিয়াকে জানিয়েছেন, আজ শুক্রবার যদি কোনো কারণে আবহাওয়া প্রতিকূল অবস্থায় চলে যায় তাহলে দীর্ঘ যানযটের সৃষ্টি হতে পারে। তিনি বলেন, এখন পর্যন্ত গাড়ি থেমে নেই। কিন্তু আবহাওয়া প্রতিকূল হলে জ্যামের আশংকা রয়েছে।

এর আগে বৃহস্পতিবার পুলিশ সুপার মাহবুব আলম জানান, প্রায় ৬৫ কিলোমিটার সড়ককে ছয়টি ভাগে বিভক্ত করে আট শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া ৪৫টি মোবাইল টিম দায়িত্ব পালন করছে। একই সঙ্গে দুর্ঘটনা কবলিত যানবাহন দ্রুত অপসারণের জন্যে তিনটি রেকার নিয়োজিত রয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ