সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ৩০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
স্পেন জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত ভারতকে ১৯৬৫ সালের মতো জবাব দেবে পাকিস্তান: মাওলানা ফজলুর রহমান ‘৩ মে’র মহাসমাবেশ হবে তৌহিদি জনতার গুরুত্বপূর্ণ মাইলফলক’ ৩ মের মহাসমাবেশ সফল করতে হেফাজত আমিরের আহ্বান হজ অ্যাপ ‘লাব্বাইক’ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ইসলামবিরোধী কবিতা লিখে নির্বাসিত, ৫০ বছরেও ফিরতে পারেননি দেশে তিন পুরুষের জমিয়ত উত্তরসূরী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী আজ হজ ফ্লাইট উদ্বোধন করবেন ধর্ম উপদেষ্টা হেফাজতের খুলনা মহানগরী সভাপতি মাওলানা সাখাওয়াত, সম্পাদক গোলামুর রহমান যুদ্ধের মাঝে যৌথ অস্ত্র উৎপাদন: ভারত-ইসরায়েল সামরিক সম্পর্কের বিবর্তন

সৌজন্য সাক্ষাতে চর‌মোনাই মাদরাসায় নেছারাবা‌দের পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবিদ আনজুম: ঈদের তৃতীয় দিন চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করীমের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন নেছারাবাদের পীর মাওলানা খলীলুর রহমান নেছারাবাদী।

বুধবার (২৮ জুন) বিকেলে মাওলানা খলীলুর রহমান নেছারাবাদী চরমোনাই মাদরাসায় যান। সন্ধ্যায় উভয়ের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়।

মাওলানা খলীলুর রহমান নেছারাবাদী ঝালকাঠী নেছারাবাদ দরবার শরী‌ফের বর্তমান গদিনশীন। তিনি মাওলানা মুহাম্মাদ আ‌যিযুর রহমান নেছারাবাদী কা‌য়েদ ছা‌হেব রহ. এর একমাত্র ছেলে।

মাওলানা খলীলুর রহমান নেছারাবাদী‘র  সফরসংগী ছি‌লেন তার ছে‌লে মুহাম্মাদ আযীযুর রহমান ত্বাকী, জামাতা ডাক্তার মাওলানা হা‌ফিজুর রহমান ও হিজবুল্লাহ জ‌মিয়তুল মুস‌লি‌হি‌নের সে‌ক্রেটারী জেনা‌রেল মাওলানা মাছুম বিল্লাহ আ‌যিযাবাদী।

সৌজন্য সাক্ষাতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ রেজাউল করীম পীর সাহেব ছাড়াও উপস্থিত ছিলেন না‌য়ে‌বে আ‌মীর মুফ‌তি সৈয়দ মুহাম্মদ ফ‌য়জুল ক‌রীম, চরমোনাই আলিয়ার অধ্যক্ষ সৈয়দ মুসা‌দ্দেক বিল্লাহ আল মাদানী।

বৈঠক বিষয়ে এম শামসুদ্দোহা তালুকদার জানান, মরহুম কায়েদ ছাহেব হুজুর ‘ই‌ত্তেহাদ মাআল ইখ‌তিলাফ' (নিজেদের মধ্যে মতানৈক্য থাকলেও ঐক্য থাকবে) এ দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে আধ্যাত্মিক আন্দোলন করে গেছেন। মূলত সেই চেতনা থেকেই নেছারাবাদের পীর চরমোনাইতে এসেছিলেন সবার সঙ্গে দেখা করতে।

তিনি জানান, সাধারণত ঈদ ছাড়া সবাইকে একসঙ্গে পাওয়া যায় না। এ কারণেই ঈদের ছুটিতে দেখা করতে আসেন তারা। বৈঠকে ‘ইত্তেহাদ মাআল ইখতিলাফ’ ও ইসলামী আন্দোলন  বিষয়ে আলোচনা হয় বলেও আওয়ার ইসলামকে জানান তিনি।

এছাড়াও বৈঠকে আকিদাগত কোনো ফারাক নেই এমন ইসলামি দলগুলোর ঐক্যবদ্ধ নির্বাচন সম্ভব কিনা সে বিষয়েও আলোচনা করেন উভয়ে।

বৈঠকের আগে পীর সা‌হেব চর‌মোনাইর সঙ্গে ‌নেছারাবাদের পীর চরমোনাইয়ের ব‌র্ধিত ক্যাম্পাস প‌রিদর্শন ক‌রেন।

দাম্পত্য সম্পর্ক ভালো রাখবেন যেভাবে

ইজারার মাধ্যমে বিনিয়োগের হুকুম ও নীতিমালা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ