সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাতীয় নির্বাচন জুলাই সনদের আইনি ভিত্তিতেই হতে হবে : মাওলানা আবদুল হালিম  আমাদের লক্ষ্য দেশকে কল্যাণ রাষ্ট্রে রূপান্তর করা: পীর সাহেব চরমোনাই আমরা কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা করব : খোন্দকার মোশাররফ পেছাল রাকসু নির্বাচন, নতুন তারিখ ১৬ অক্টোবর ফের গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা ফরিদপুরের ভাঙ্গায় পরিত্যক্ত ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার ভোলার বোরহানউদ্দিনে সিরাত মাহফিল অনুষ্ঠিত  সংস্কার ও বিচার নিশ্চিত হলে আগামীকালই নির্বাচন দেন : পীর সাহেব চরমোনাই ‘চরমোনাই পীরকে নিয়ে বিরূপ মন্তব্য, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এ্যানীকে’ উত্তরখানে ইত্তেহাদুল উলামার কাউন্সিল, নতুন নেতৃত্বের অভিষেক

‘আকসাকে মুক্ত করতে বিশ্ব মুসলিম নেতারা এক হোন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ীর প্রিন্সিপাল, মজলিসে দাওয়াতুল হকের আমির মহিউসসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান মজলুম ফিলিস্তিন ও আল আকসাকে মুক্ত করার আহ্বান জানিয়েছেন।

আজ এক বিবৃতিতে তিনি মুসলিম বিশ্বের নেতৃবৃন্দকে আহ্বান জানিয়ে বলেন, শুধু ‘মজলুম মসজিদুল আকসাকে’ এজেন্ডা বানিয়ে মুসলিম বিশ্বের নেতারা একটেবিলে বসুন। কূটনৈতিক চাপ ও নিজেদের ক্ষমতার বলে এবং আর্ন্তজাতিক সকল সম্পর্ক কাজে লাগিয়ে মসজিদুল আকসকে মুক্ত করতে উদ্যোগী হোন।

তিনি বলেন, মজলুম মসজিদুল আকসা-মুসলিম উম্মার প্রথম কেবলা। একে রক্ষা করা মুসলিমদের একান্ত কর্তব্য। তাই আল কুদস ও আকসাকে মুক্ত করতে স্থায়ীভাবে সমাধানের পথ খুঁজে বের করুন।

তিনি মুসলিমদের রক্তক্ষরণ ও আহাজারির কথা স্মরণ করে বলেন, আল্লাহর এই ঘর কেয়ামতের মাঠে যদি আমাদের বিরুদ্ধে নালিশ করে বসে; আল্লাহর আদালতে মুসলিম বিশ্বের নেতারা কী জবাব দিবেন? আমরাই বা কী বলবো?

আল্লামা মাহমুদুল হাসান বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মুসলিম অধ্যুষিত বাংলাদেশ সরকারের উচিত-মজলুম মসজিদুল আকসা বিষয়ে নিজেদের অবস্থান পরিস্কার করে আর্ন্তজাতিক সকল সম্পর্ক কাজে লাগিয়ে ইসরাইলিদের কাছ থেকে মসজিদুল আকসকে মুক্ত করার উদ্যোগ নেয়া।

তিনি আরও বলেন, সরকার এ কাজে উদ্যোগী হতে পারলে হাজারও মুসলিম তাদের পাশে দাঁড়ানোর জন্য প্রস্তুত হবে।

এছাড়াও তিনি মুসলিম বিশ্বের উলামা মাশায়েখ ও প্রতিনিধিত্বশীল নেতাদের প্রতি বক্তৃতা, বিবৃতি, কূটনৈতিক ও বুদ্ধিবৃত্তিক তৎপরাতার মাধ্যমে সাহসী উদ্যোগ নেয়ার আহ্বান জানান।

 ১৯৮০র দশকে ফিলিস্তিনের জন্য লড়াই করেছিল যে বাংলাদেশি যোদ্ধারা

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ