বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ ।। ১৭ বৈশাখ ১৪৩২ ।। ৩ জিলকদ ১৪৪৬


‘বাংলাদেশে আশ্রয় নেয়া ১৬ হাজার রোহিঙ্গা নারী গর্ভবতী’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম জানিয়েছেন, মিয়ানমারের সেনা সদস্যদের নির্যাতনের হাত থেকে বাঁচতে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মধ্যে ১৬ থেকে ১৮ হাজার নারী গর্ভবতী।

তিনি বলেছেন, “এ পর্যন্ত প্রশিক্ষিত নার্স ও মিডওয়াইফারদের হাতে ১৭৩টি নরমাল ডেলিভরির মাধ্যমে রোহিঙ্গা শিশু জন্ম নিয়েছে। এছাড়া আশ্রয় নেয়া রেঙ্গিাদের মধ্যে এখনো ১৬ থেকে ১৮ হাজার গর্ভবতী নারী রয়েছে, তাদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করা হচ্ছে।”

রোহিঙ্গাদের স্বাস্থ্য সেবা বিষয়ে বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “মিয়ানমারে তারা কোনো ধরনের স্বাস্থ্যসেবা পেত না। রোহিঙ্গা নারীদের জন্ম নিয়ন্ত্রণ বিষয়ে কোনো জ্ঞান নাই। তাই পরিবার পরিকল্পনা কর্মীদের দিয়ে রোহিঙ্গা নারীদের মধ্যে তিন ধরনের (কনডম, খাবার বড়ি ও তিন মাসমেয়াদী ইনজেকশন) জন্মনিয়ন্ত্রণ সামগ্রী বিতরণ করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “রোহিঙ্গা শরণার্থীদের জন্য উখিয়া ও টেকনাফের ৫০ শয্যার হাসপাতালে আরও ৫০টি করে অস্থায়ী শয্যা বাড়ানোর নির্দেশ দেয়া হয়েছে। এ বিষয়ে কর্মকর্তারা মাঠে কাজ করছে।”

তাদের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়সহ অধীনস্থ সব সংস্থার চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের একদিনে বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেয়ার ঘোষণা দেন তিনি।

 

আমি এবার দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জাতিসংঘে এসেছি; রোহিঙ্গা ইস্যু সমাধান করুন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ