বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :
ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়লে উপসাগরীয় অঞ্চলে বিপর্যয় ঘটতে পারে: কাতার ইরানে সামরিক হামলার পরিকল্পনা নিয়ে রাশিয়ার কড়া সতর্কবার্তা সংবিধান সংস্কারে গণভোট : স্কুল, কলেজ ও মাদ্রাসায় ব্যাপক প্রচারণার নির্দেশ জাস্টিস ফর হাদি, ইনশাআল্লাহ: মির্জা ফখরুল সুতার মোজার ওপর মাসাহ—শরঈ বিধান কী বলছে? মেধা বিকাশের অনন্য ঠিকানা ‘জামিআ ইসলামিয়া বাইতুল আমান’ জামায়াত জোটের সংবাদ সম্মেলনে যাচ্ছে না ইসলামী আন্দোলন  প্রার্থী ও নেতাকর্মীদের নির্বাচনি আচরণবিধি মেনে চলার আহ্বান জমিয়তের আলেম-উলামাসহ সব ধর্মের মানুষ বিএনপির কাছেই নিরাপদ: শামা ওবায়েদ মাওলানা উবায়দুল্লাহ ফারুককে ইসির শোকজ

সরিষাবাড়ীর মেয়র নিখোঁজ, ফেসবুকে রহস্যজনক স্ট্যাটাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন জামালপুরের সরিষাবাড়ী পৌরমেয়র রুকুনুজ্জামান রুটন (৪২)। তিনি সরিষাবাড়ী পৌর এলাকার সাতপোয়া গ্রামের বাসিন্দা। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতা পৌরসভার সভাপতি।
নিখোঁজের ভাই সাইফুল ইসলাম জানান, সোমবার আনুমানিক সকাল ৯টায় দিকে উত্তরার ১৩ নম্বর সেক্টরের ৬০ নম্বর নিজ বাসা থেকে নিখোঁজ হন রুকুনুজ্জামান রুটন ।
নিখোঁজ হওয়ার আগে তিনি তার ফেসবুক রহস্যজনক স্ট্যাটাস দেন। তিনি লিখেছেন, তোমাদের এই ভালোবাসা আমি কোনদিন ভুলতে পারবো না। তোমাদের এই ভালোবাসার কাছে মনে হয় আমি হেরে গেলাম আমি তোমাদের জন্য কিছুই করতে পারলাম না। তারপরেও বলতে চাই "ভালোবাসি ভালোবাসি " এই ভালোবাসা নিয়েই সব কিছু জয় করতে চাই এবং এই ভালোবাসা নিয়েই মরতে চাই। নতুন প্রজন্মের কাছে আমার আহ্বান যে আমাকে হত্যা করা হলেও ‘তোমাদের সিক্ত ভালোবাসা যেন অটুট থাকে এবং আমার উন্নয়নের ধারাবাহিকতা তোমরা ধরে রাখবা।’
সাইফুল ইসলাম আরো জানান, রুকুনুজ্জামান  তার দেহরক্ষীকে সঙ্গে না নিয়ে সকাল ৯টার দিকে বাসা থেকে বের হন। এরপর তার সরকারি মোবাইল ফোনে কল দেয়া হলে তা বন্ধ পাওয়া যায়।
সারাদিন তাকে তার আত্মীয়-স্বজন ও তার বন্ধুদের বাসাসহ বিভিন্ন জায়গায় খোঁজেও পাওয়া যায়নি। পরে সোমবার সন্ধ্যায় উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
উত্তরা পশ্চিম থানার ওসি, তদন্ত আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মেয়র রোকুনুজ্জামান নিখোঁজের ঘটনায় তার বড় ভাই থানায় এসে একটি সাধারণ ডায়েরি করেছেন। নিখোঁজের ঘটনাটি খুব গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ