সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৮ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬


মসজিদের বারান্দায় ঝুলন্ত লাশ, ব্যাগে কাফনের কাপড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মৌলভি বাজার জেলার শ্রীমঙ্গলে একটি মসজিদের বারান্দা থেকে অজ্ঞাত (৫৫) এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

এসময় উদ্ধার হওয়া ব্যাগে সিলেট-শ্রীমঙ্গলের একটি ট্রেনের টিকিট, কাফনের কাপড়, আগরবাতি, গোলাপজল, আতর ও দাফনের জন্য কিছু টাকা পাওয়া গেছে।

আজ শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে  কালিঘাট চা বাগান জামে মসজিদ লাশটি উদ্ধার করা হয় বলে জানান শ্রীমঙ্গল থানার পুলিশের উপ-পরিদর্শক অনিক বড়ুয়া।

তিনি জানান, শনিবার সকালে মসজিদের বারান্দায় এক অজ্ঞাত বৃদ্ধের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মসজিদের বারান্দায় লায়লনের সাদা রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে থানা কম্পাউন্ডে নিয়ে আসে।

দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত নিহতের লাশের কোনো দাবীদার পাওয়া যায়নি। পরে নিহতের লাশ ময়না তদন্তের জন্য পুলিশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ নিয়ে পুলিশ থানায় একটি অপমৃত্যুর মামলা করেছে।


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ