ছাত্র জমিয়তের সাবেক নেতৃবৃন্দ শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় পল্টনস্থ ছাত্র জমিয়ত বাংলাদেশ কেন্দ্রীয় কার্যালয়ে এক মতবিনিময় সভায় মিলিত হন। সভায় সভাপতিত্ব করেন ছাত্র জমিয়ত বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা নজরুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হুজাইফা ওমর।
ছাত্র জমিয়ত বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং ইউরোপ জমিয়তের সাংগঠনিক সম্পাদক, লন্ডন প্রবাসী এম. সাইফুর রহমান–এর স্বদেশে প্রত্যাবর্তনকে ঘিরে মূলত এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় বর্তমান ছাত্র জমিয়ত কেন্দ্রীয় পরিষদের দায়িত্বশীলবৃন্দ তাঁকে ফুল দিয়ে উষ্ণ সংবর্ধনা জানান।
সাবেক নেতৃবৃন্দের এই মতবিনিময় সভায় উপস্থিত বক্তারা ছাত্র জমিয়তের অতীত ঐতিহ্য, চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ প্রদান করেন। বিশেষ করে তারা ছাত্র জমিয়তের অগ্রযাত্রা অব্যাহত রাখা এবং ভিত্তিমূলক মিশনারি কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংহত করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্র জমিয়তের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি।
এছাড়াও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় দায়িত্বশীল মাওলানা বশিরুল হাসান খাদিমানি, মাওলানা শরিফ মুহাম্মদ ইয়াহইয়া, সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা এখলাসুর রহমান রিয়াদ, সাবেক নেতা মাওলানা বোরহানুদ্দিন, চৌধুরী নাসির আহমদ, মাওলানা ফয়ছল আহমদ, মাওলানা ফরহাদ আহমদ, মাওলানা আব্দুল হামিদ, মাওলানা লুতফুর রহমান, মাওলানা মাবরুরুল হক, মাওলানা হুসাইন আহমেদ, মাওলানা আবুল খায়ের, মাওলানা এমাদুদ্দিন সালিম, মাওলানা মাহমুদুল হাসান, বর্তমান কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী, সহ-সভাপতি নুর হোসাইন, সহ-সভাপতি কাউসার আহমাদ, সাধারণ সম্পাদক সাআদ বিন জাকির, যুগ্ম সাধারণ সম্পাদক মুইনুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মারুফ বিল্লাহ, হাসান মাহমুদ, বায়জিদ আহমাদ সিরাজ,সাংগঠনিক সম্পাদক ইনআমুল হাসান নাইম, প্রচার সম্পাদক আহমাদ আল গাজী, দপ্তর সম্পাদক জুবায়ের হোসেন, কেন্দ্রীয় সদস্য সাইফ বিন জামাল, তাহমিদ আহমদ, লুকমান হাকিম, ইসলাম উদ্দিন মাসরুর, কামরুল ইসলাম, মাহমুদুল হাসান, উবায়দুর রহমান,মারুফ হোসাইন শাহেদ প্রমুখ।
আরএইচ/