সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বাংলাদেশ খেলাফত যুব মজলিস বরিশালের সভাপতিকে বহিষ্কার কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করুন: সম্মিলিত খতমে নবুওয়াত পরিষদ গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মরক্কোতে হাজারো মানুষের বিক্ষোভ দাওয়াত ও তাবলিগের নীরব বিপ্লব ফিলিস্তিনকে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য-কানাডা ও অস্ট্রেলিয়া গ্রেপ্তার এড়াতে বাস পাল্টায়, গন্ধে ১৪ কেজি গাঁজাসহ ধরা খেল তরুণী দুপুরের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস সত্তর হাজার কালেমা পড়লে কি মাগফিরাত পাওয়া যায়? ঢাবির হল রিডিংরুমে বসছে এসি, সংস্কার হবে ক্যান্টিনও: ডাকসু জিএস ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদরাসা ছাত্রী, অভিযুক্ত জামায়াতকর্মী গ্রেপ্তার.

বিশিষ্ট মুহাদ্দিস মুফতি আব্দুল্লাহ’র বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশিষ্ট লেখক, ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া গহরপুর মাদরাসার প্রধান মুফতি ও মুহাদ্দিস মুফতি আব্দুল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দিয়েছেন।

তিনি দলটির আদর্শ, উদ্দেশ্য ও কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর আল্লামা যুবায়ের আহমদ আনসারীর হাতে প্রথমিক সদস্য ফরম পূরণ করে বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দেন।

২৪ অক্টোবর বিশ্বনাথ উপজেলা সদরে আয়োজিত অনুষ্ঠানে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল আজিজ, সিলেট মহানগর সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী, সুনামগঞ্জ জেলার সাবেক সভাপতি মাওলানা নূরুদ্দীন আহমদ, সিলেট জেলা শাখার সহ সভাপতি মাওলানা আব্দুল কাইয়ূম হাজিপুরী, সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আতিকুর রহমান, ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলার সভাপতি আল মাহমুদ আতিক, সেক্রেটারী আব্দুল্লাহ আল মামুন তালুকদার প্রমুখ।

অনুষ্ঠানে বিশ্বনাথ উপজেলার আলেম উলামাসহ অারও অনেকেই বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দান করেন।

উল্লেখ্য, চলতি মাসের শুরু থেকে বাংলাদেশ খেলাফত মজলিস সারাদেশে নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছে। এ কর্মসূচি উপলক্ষ্যে সাধারণ মানুষসহ বিভিন্ন আলেম উলামা সংগঠনে যোগ দিচ্ছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ