সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
নোয়াখালীতে প্রশিক্ষণ প্রাইভেটকার পুকুরে পড়ে তরুণের মৃত্যু ময়মনসিংহে সীরাতকেন্দ্রের ‘ইসলামি অর্থনীতি ও ব্যাংকিং’ কর্মশালা মঙ্গলবার  রবিউস সানি মাসের চাঁদ দেখতে বসছে কমিটি আজহারীর বর্ণনায় নবীজির শারীরিক ও চারিত্রিক সৌন্দর্য জিরি মাদরাসা পরিদর্শনে এসে সৌদি শায়খের বিমুগ্ধতা ফিলিস্তিনকে প্রভাবশালী ৪ রাষ্ট্র স্বীকৃতি দেওয়ায় ক্ষুব্ধ নেতানিয়াহু নেজামে ইসলাম পার্টিসহ নিবন্ধন পাচ্ছে ৬ দল বাংলাদেশ খেলাফত যুব মজলিস বরিশালের সভাপতিকে বহিষ্কার কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করুন: সম্মিলিত খতমে নবুওয়াত পরিষদ গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মরক্কোতে হাজারো মানুষের বিক্ষোভ

আলেমরা ঐক্যবদ্ধ হলে দেশের পটপরিবর্তন করা সম্ভব: মুফতি ফয়জুল করীম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, সমাজ সেবায় আলেমদেরই এগিয়ে আসতে হবে। আলেমরা ঐক্যবদ্ধ হলে দেশের পটপরিবর্তন করা সম্ভব।

গতকাল কুমিল্লার কান্দিরপাড় বধুয়া কমিউনিটি সেন্টারে ‘জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ’ কুমিল্লা জেলা উত্তরের উদ্যোগে আয়োজিত ওলামা মাশায়েখ সম্মেলনে প্রধান বক্তব্যে তিনি এ আহবান জানান।

তিনি আরও বলেন, ‘কোন আলেম নারী নেতৃত্ব গ্রহণ করতে পারে না। কুরআন সুন্নাহর বাহিরে গিয়ে শান্তির আশা করা যায় না। রাসুল সা. এর দেখানো পথেই আমাদের অগ্রসর হতে হবে।’

সম্মেলনের প্রধান বক্তা জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মাওলানা গাজী আতাউর রহমান।

মাওলানা মুহাম্মদ তৈয়্যব-এর সভাপতিত্বে এবং মাওলানা নূর হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত ওলামা সম্মেলনে মাওলানা হারুন রশীদ শরাফতী কে আহবায়ক ও মাওলানা দেলোয়ার হোসাইন ভূইঁয়াকে সদস্য সচিব হিসেবে ঘোষণা করা হয়।

সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মুজাহিদ কমিটি কুমিল্লা উত্তর জেলার সদর আলহাজ্ব কামরুল হাসান খোকন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগরী সভাপতি অধ্যক্ষ মাসউদ আহমাদ ইকরা, উত্তর জেলা সেক্রেটারি এম এম বিলাল হোসাইন, মাওলানা হারুনুর রশীদ শরাফতী, মাওলানা মারগুব উবাইদুল্লাহ ও মহানগর সেক্রেটারি মাও.মু. কিফায়েত উল্লাহ এরশাদী।

উপস্থিত ছিলেন, মাওলানা মীর ইকবাল হুসাইন আল আজাদ, পূর্বের সহ সাংগাঠনিক সম্পাদক মাওলানা গাজী মুহাম্মদ মুনীর হুসাইন, যুব আন্দোলন উত্তরের সভাপতি মাওলানা এস এম তাজুল ইসলাম, সহ সভাপতি মাওলানা নজির আহমদ ফাহিম, সাধারণ সম্পাদক মাওলানা মু. এনামুল হক মজুমদার, ছাত্রনেতা মু. হুমায়ুন কবির, আজিজুল ইসলাম, মুহাম্মদ খালেদ সাইফুল্লাহ প্রমুখ নেতৃবৃন্দ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ