বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭

শিরোনাম :
‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই কুষ্টিয়ায় শীতার্তদের দ্বারে দ্বারে ‘রেডিয়েন্ট সার্কেল’ বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট জামিয়া ইসলামিয়া হোসাইনিয়ায় তাকমীল জামাতের সমাপনী দরস অনুষ্ঠিত

উল্টোপথে চলা এমপির গাড়ি আটকে ‘আলোচিত’ ট্রাফিক কনস্টেবল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাস্তায় উল্টোপথে চলা সংসদ সদস্যের গাড়ি আটকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন ট্রাফিক কনস্টেবল আলমগীর হোসেন। অবিচল দায়িত্বশীলতার কারণে সাধারণ মানুষের নায়কে পরিণত হয়েছেন তিনি।

আলমগীর হোসেন বলছেন, রাস্তায় শৃঙ্খলা রক্ষাই তার দায়িত্ব। এ কাজে অবহেলার কোনো সুযোগ নেই।

রাজধানীর শান্তিনগর মোড় এলাকা। একমুখী রাস্তায় রোববার রাত ১০টার দিকে উল্টো দিক দিয়ে ঢুকে পড়ে সিলেট-৫ আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য সেলিম উদ্দিনের গাড়ি। তাৎক্ষণিক সামনে এসে দাঁড়ান ট্রাফিক পুলিশের কনস্টেবল আলমগীর হোসেন। বাধা পেয়ে গাড়ি থেকে নেমে আসেন সংসদ সদস্য। তবে শেষপর্যন্ত পিছিয়ে যেতে বাধ্য হয় তার গাড়ি।

মোবাইল ফোনে ধারণ করা এ দৃশ্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পুলিশ সদস্যের দৃঢ়তার প্রশংসা করছেন অসংখ্য মানুষ। আলমগীর হোসেন বলছেন, পেশাগত দায়িত্ববোধকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেন তিনি।

আলমগীর হোসেন প্রশংসা পাচ্ছেন পুলিশের ঊচ্চ পর্যায়েও। কর্মকর্তারা বলছেন, গত দুই মাসে এ ধরনের কড়াকড়ির ফলে রাজধানীর উল্টোপথে গাড়ি চলাচল ৮০ শতাংশ কমেছে। আইন ভাঙলে কাউকেই ছাড় দেয়া হবে না।

এদিকে সংসদ সদস্য সেলিম উদ্দিনের ব্যক্তিগত কর্মকর্তা রুহুল আমিনের দাবি, গাড়িচালকের ভুলের কারণেই রোববার রাতের ঘটনাটি ঘটে।

সূত্র: ইন্ডিপেন্ডেন্ট


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ