দক্ষিণবঙ্গের খ্যাতিমান দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া-তে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের তাকমীল জামাতের সমাপনী দরস ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানের মাধ্যমে এ বছরের নিয়মতান্ত্রিক শিক্ষা কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামিয়ার মুহতামিম শাইখুল হাদিস হাফেজ মাওলানা রফিকুল ইসলাম। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন জামিয়ার মুহাদ্দিস মাওলানা মুফতি মুফিজুর রহমান ও মুফতি মারুফ আহমাদ কাসেমী।
বুখারির শেষ সবকের দরস প্রদান করেন উম্মুল মাদারিস দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার শাইখুল হাদিস ও সদরুল মুদাররিসীন আল্লামা শেখ আহমাদ।
বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন জামিয়ার শাইখুল হাদিস মুফতি মাহবুব বিন মোশাররফ এবং নায়েবে মুহতামিম শাইখুল হাদিস মাওলানা মুফতি আবদুল কাদের কাসেমী।
বক্তারা বলেন, উলামা-মাশায়েখদের সঙ্গে রূহানী সম্পর্ক গড়ে তোলা অত্যন্ত জরুরি। এ সম্পর্ক ছাড়া ইলম অর্জন ও আমলের প্রকৃত স্বাদ লাভ করা কঠিন। আহলুল্লাহদের সঙ্গে সম্পর্ক অন্তরে ইলমী একাগ্রতা এবং আল্লাহ ও রাসূল (সা.)-এর প্রতি ভালোবাসা সৃষ্টি করে। কোনো কারণে কামেল শায়খের সান্নিধ্য না পেলে আকাবির উলামাদের জীবনী ও তাঁদের রচিত কিতাব অধ্যয়নের পরামর্শ দেন তাঁরা।
এছাড়া জামিয়ার নাযেমে তালিমাত ও উস্তাজুল হাদিস মাওলানা মুফতি মোহাম্মদ জাকারিয়া বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে উলামায়ে দেওবন্দের দ্বীনি বৈশিষ্ট্যের ওপর অটল থাকার আহ্বান জানান।
তিনি বলেন, তাওহীদ ও খালেস ঈমান, সুন্নাহ ও শরিয়তের অনুসরণ, আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক ও তাযকিয়া, দ্বীন রক্ষায় কুরবানির মানসিকতা এবং গায়রতী ঈমানী; এসব বৈশিষ্ট্য ধরে রাখাই একজন আলেমের মূল দায়িত্ব।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, হাফেজ মাওলানা মুফতি মামুনুর রশিদ, হাফেজ মাওলানা মুফতি আব্দুর রাজ্জাক রহমানী, মাওলানা মুফতি তালহা হোসাইন প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল হাকিম কাসেমী, মাওলানা রকিবুল হাসান খান, মাওলানা মুফতি সাইফুল্লাহ আল-মনছুর, মাওলানা মুফতি ইরফান আহমদ, মাওলানা মুফতি রফিকুল ইসলাম, মাওলানা মুফতি নাসরুল্লাহ, মাওলানা সিদ্দিকুর রহমান খান, মাওলানা এনায়েতুর রহমান খান, মাওলানা নাসির উদ্দিন, মাওলানা মুফতি আব্দুর রকিব, মাওলানা এহসানুল হকসহ দেশবরেণ্য আলেম-উলামারা।
আরএইচ/