বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৭ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬


ভারতে কুয়ায় ঝাঁপ দিয়ে ৪ ছাত্রীর আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
ডেস্ক

ভারতের তামিলনাড়ু প্রদেশের ভেলোরের পানাপাক্কাম সরকারি স্কুলের দশম শ্রেণীর চার ছাত্রী এক সঙ্গে কুয়ায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে।

২৪ নভেম্বর শুক্রবার পানাপাক্কাম সরকারি স্কুল থেকে প্রায় এক কিলোমিটার দূরে এ ঘটনা ঘটে।

স্থানীয় গনমাধ্যম সূত্রে জানা গেছে, দীপা, মণীষা, শঙ্করী ও রেবতী নামের চার ছাত্রী টেস্ট পরীক্ষার রেজাল্ট খারাপ করে। পরে স্কুলের শিক্ষকরা অভিভাবকদের ডেকে নিয়ে খারাপ রেজাল্টের কথা জানান। এ কারণে তারা আত্মহত্যার পথ বেছে নেয়।

শুক্রবার স্কুলে ব্যাগ রেখেই উধাও হয়ে ‌যায় ওই চার ছাত্রী। অনেক খোঁজাখুঁজির পরেও স্কুলের কোথাও তাদের পাওয়া যায় নি। পরে স্কুল থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি কুয়ার পাশে ওই ছাত্রীদের দুইটি সাইকেল দেখতে পান স্থানীয়রা।

খবর পেয়ে পুলিশ গিয়ে তল্লাশি চালিয়ে সেই কুয়া থেকে চার জনের মরদেহ উদ্ধার করে।
এছাড়া এ ঘটনায় দুই শিক্ষিকাকে বরখাস্তও করা হয়েছে বলে জানা গেছে।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ