বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৭ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬


সিরিয়ায় রুশ বিমান হামলায় ২১শিশুসহ নিহত ৫৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  সিরিয়ার পূর্বাঞ্চলে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিগোষ্ঠীর দখলে থাকা একটি গ্রামে রোববার ভোরে রাশিয়ার বিমান হামলায় ২১ শিশুসহ কমপক্ষে ৫৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

যুক্তরাজ্যভিত্তিক স্বেচ্ছাসেবী পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) এ তথ্য জানিয়েছে।

সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর ইজোর প্রদেশের আল-শাফাহ গ্রামে এ বিমান হামলা চালানো হয়। প্রাথমিকভাবে রাশিয়ার এ বিমান হামলায় নিহতদের সংখ্যা ৩৪ বলা হলেও ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও অনেক লাশ উদ্ধার হওয়ায় এ সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়ায়।

পর্যবেক্ষণ সংস্থার প্রধান রামি আব্দেল রাহমান গণমাধ্যমকে জানান, ‘দিনব্যাপী উদ্ধার অভিযানে ধ্বংসস্তূপ সরানোর পর এ সংখ্যা বৃদ্ধি পায়।’

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ঘনিষ্ঠ মিত্র দেশ রাশিয়া ২০১৫ সালের সেপ্টেম্বর থেকে আসাদ সরকারের সমর্থনে সামরিক হস্তক্ষেপ শুরু করে।

পর্যায়ক্রমে ভূখণ্ড পুনঃনিয়ন্ত্রণ নিতে এটি দামেস্কেকে সহায়তা করে। সিরিয়ার দেইর ইজোর হচ্ছে আইএস জিহাদিদের দখলে থাকা সর্বশেষ ভূখণ্ডগুলোর অন্যতম।

উল্লেখ্য, ২০১১ সালের মার্চ মাসে সিরিয়া সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত তিন লাখ ৪০ হাজারের বেশি লোক প্রাণ হারিয়েছে।

খবর এএফপি ও বিবিসির।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ