বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৭ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬


‘পশ্চিমা সভ্যতা বিস্তারে সবচে বড় বাধা ইসলামিক কালচার’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম: ভারতের মুম্বাই শহরে অনুষ্ঠিত ৩ দিনব্যাপী আন্তর্জাতিক ফিকহ সেমিনারের শেষ অধিবেশনে জামিয়াতুল হুদা জয়পুরে’র প্রিন্সিপাল আল্লামা ফজলুর রহমান মুজাদ্দেদী বলেছেন, পশ্চিমা দেশগুলো পুরো বিশ্বে নিজেদের সভ্যতা-রীতিনীতি ছড়িয়ে দিতে মরিয়া৷

তবে এ মিশন বাস্তবায়নে তারা ইসলামি সভ্যতা সংস্কৃতিকে সবচে বড় বাধা মনে করছে৷ ফলে তারা প্রথমে ইসলামি সভ্যতাকে নিশ্চিহ্ন করে দিতে চায় ক্ষেত্রে তাদের জন্য সবচে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ইসলামিক সভ্যতা৷ এ বিষয়ে তাদের পক্ষে বিরামহীন কাজ করছে তাদের ধর্মীয় নেতা-পাদ্রীগণ৷

তিনি আরো বলেন, ফিকহ একাডেমি ইন্ডিয়া’কে মোবারকবাদ জানাই, চলমান সময়ে মুসলিম কমিনিউটির উদ্ভুত নানা সমস্যার শরঈ সমাধান বের করতে দেশ বিদেশের শীর্ষ ফকীহদের আমন্ত্রণ করেছেন৷

মুসলিম সভ্যতা সংস্কৃতি সংরক্ষণে সব মুসলমানকেই সতর্ক ভূমিকা পালন করতে হবে৷ হাজারও ষড়যন্ত্রের মাঝেও নিজেদের শিকড় আকড়ে থাকতে হবে৷

সূত্র: মিল্লাত টাইমস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ