বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ ।। ১৭ বৈশাখ ১৪৩২ ।। ৩ জিলকদ ১৪৪৬


প্রেমিকের সঙ্গে পালানোয় পরিবারের চার সদস্যের কাছে ধর্ষণের শিকার নারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারত: প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার শাস্তি হিসেবে ভারতে ২১ বছরের এক তরুণীকে পরিবারের চার সদস্যের কাছে গণধর্ষণের সাজা পেয়েছেন। প্রেমিকের সঙ্গে পালানোর কারণে সম্মানহানী হয়েছে এমন অভিযোগে ওই নারীকে বাবা-দাদা ও দু্ই কাকা মিলে ধর্ষণ করে তাকে।

ওই তরুণী ৩২ বছরের এক প্রেমিকের সঙ্গে দু’বার পালিয়ে গিয়েছিল।

জানা যায়, প্রথমে ওই তরুণীর পরিজনেরা অপহরণের মামলা দায়ের করে। গ্রেফতার করা হয় প্রেমিককে। পরে সে স্বেচ্ছায় পালিয়েছে জানালে ছেড়ে দেওয়া হয় অভিযুক্ত প্রেমিককে।

এরপর গত ২ নভেম্বর এলাহাবাদ হাইকোর্টে মেয়েটি জানায়, সে তার পরিবারের লোকজনের দ্বারা গণধর্ষিতা হয়েছে। ধানেদা গ্রামের ওই মেয়েটির দাদা-কাকা-বাবার নামে এফআইআর দায়ের করেছে গত ১৮ নভেম্বর।

সোমবার গ্রেফতার করা হয় তাঁদের। আইপিসি ৩৭৬ডি(গণধর্ষণ) এবং ৩১৩ ধরায় মামলা করেছে।

তরুণীর মা দাবি করছেন, মেয়েটি প্রেমিকের কথায় প্রভাবিত হয়ে মিথ্যে আরোপ করেছেন বাবা এবং দাদার ওপর।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ