বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ ।। ১৭ বৈশাখ ১৪৩২ ।। ৩ জিলকদ ১৪৪৬


সন্ত্রাস দমনে পাকিস্তানকে কড়া সতর্কবার্তা সিআইএ প্রধানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম:  পাকিস্তানকে সন্ত্রাস দমনে একাধিকবার সতর্ক বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি মার্কিন গোয়েন্দা সংস্থা(সিআইএ)-এর প্রধান বলেছেন, যদি পাকিস্তান তার দেশের সন্ত্রাসের বিরুদ্ধে যথাযথ  ব্যবস্থা নিতে না পারে, তাহলে আমরাই সরাসরি ব্যবস্থা নেব।

ভয়েস অফ আমেরিকা’র রিপোর্ট অনুযায়ী, মার্কিন গোয়েন্দা সংস্থা জানিয়েছে,  সন্ত্রাসীদের অস্তিত্ব যাতে আর না থাকে, তার জন্য যুক্তরাষ্ট্র সব রকমের ব্যবস্থা নিবে।

মার্কিন প্রতিরক্ষা সচিব জেমস ম্যাটিসের পাকিস্তান সফরের ঠিক আগেই একথা বলেছেন তিনি। তিনি আরো জানান, পাকিস্তান সফরে গিয়ে ম্যাটিস প্রথমে ভালোভাবে বলবেন। ট্রাম্পের দেওয়া বার্তা পৌঁছে দেবেন তিনি।

অপর দিকে ডেইলি পাকিস্তানের খবরে বলা হয়েছে, মার্কিন প্রতিরক্ষা সচিব জেমস ম্যাটিস আজ পাকিস্তানে পৌঁছেছেন।তিনি বিমানে বসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেছেন, আমরা আশা করছি পাকিস্তান তার দেশের সন্ত্রবাদ দমনে যুক্তরাষ্ট্রকে দেয়া অঙ্গীকার পূর্ণ করবে এবং এতে তারা সফল হবে।

 

ডেইলি পাকিস্তান ও কলকাতা টুয়েন্টিফোর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ