বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ ।। ১৮ বৈশাখ ১৪৩২ ।। ৩ জিলকদ ১৪৪৬


আফগানিস্তানে ৮০ জন সহচরসহ আলকায়েদা প্রধান নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুজাহিদুল ইসলাম: আফগান গোয়েন্দা-দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়েছে, তিনটি আফগান রাজ্যে দেশি- বিদেশি সৈন্যদের যৌথ সামরিক অভিযানে আলকায়েদা প্রধান উমর খাত্তাব ৮০ জন সহচরসহ নিহত হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, ভারত উপমহাদেশে আলকায়েদার দায়িত্বশীল উমর আসেম নিহত হওয়ার পর উমর খাত্তাবই নিহত দ্বিতীয় নেতা।

বিবৃতিতে জাতীয় নিরাপত্তা পরিষদ জানায়, নিরাপত্তাবাহিনী অভিযানকালে ২৭ জনকে গ্রেপ্তারও করে।

অন্যদিকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে এগারটি রাজ্যে যৌথ নিরাপত্তা অভিযানে তালেবানের ফিল্ড কমান্ডারসহ ৩৪জন সদস্য নিহত হয়েছে।

উল্লেখ্য, নভেম্বরে আফগান গোয়েন্দাপ্রধান মুহাম্মাদ মাসুম শান্তি প্রচেষ্টায় তালেবানের সাথে আলোচনার টেবিলে আসার ব্যাপারে তার সরকারের প্রস্ততির কথা জানান।

সূত্র: আলজাজিরা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ