বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭

শিরোনাম :
‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই কুষ্টিয়ায় শীতার্তদের দ্বারে দ্বারে ‘রেডিয়েন্ট সার্কেল’ বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট জামিয়া ইসলামিয়া হোসাইনিয়ায় তাকমীল জামাতের সমাপনী দরস অনুষ্ঠিত

বাংলাদেশের মানুষ সুশীলদের ভালোবাসে না, তারা গণবিচ্ছিন্ন: ড. ফখরুদ্দীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ বলছেন, ‘বাংলাদেশের মানুষ সুশীল সমাজকে ঘৃণা করে। তারা জনবিচ্ছিন্ন।’

তিনি দুই বছরের কাজের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, ‘সুশীল সমাজ একটা গন্ডীর মধ্যে আবদ্ধ। এর বাইরে কিছু দেখতে পারে না। সাধারণ মানুষ কী ভাবে, কী করে, কী চায়-এসব থেকে আমাদের দূরত্ব বিস্তর।

সম্প্রতি একটি প্রস্তাব নিয়ে তার সঙ্গে যোগাযোগ করেছিলেন একজন অর্থনীতিবিদ।  ড. ইউনূনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ওই অর্থনীতিবিদ ফখরুদ্দিনের কাছে প্রস্তাব রেখে বলেছিলেন `রাজনৈতিক বিভেদ আর হানাহানির মধ্যে একটি সুধীজনের প্লাটফর্ম থাকা প্রয়োজন। আমরা সেটা করছি। আপনাকেও রাখতে চাই।’ তার এই প্রস্তাব ফিরিয়ে দিয়ে ফখরুদ্দিন এসব কথা বলেছেন।

ফখরুদ্দিন বলেন, ‘সরকার চালাতে গিয়ে আমি দেখেছি, আমরা যেভাবে ভাবি সাধারণ মানুষরা সেভাবে ভাবে না। আমরা যেন সাধারণ মানুষের কাছে ভিনগ্রহের জীব। রাজনীতিবিদরা নানা রকম নেতিবাচক বৈশিষ্ট সত্ত্বেও সাধারণ মানুষের কাছের।’

তিনি তার সময়ে একটি প্রাকৃতিক দুর্যোগের অভিজ্ঞতা বর্ণনা করে ওই অর্থনীতিবিদকে বলেছেন, ‘আমি যখন দূর্গত এলাকায় গেলাম তখন আমি যেমন কী করব বুঝতে পারছিলাম না, তেমনি তারাও আমাকে দেখে অস্বস্তিতে পড়েছিল।’

তিনি ওই অর্থনীতিবিদকে বলেছেন, ‘আলাদা প্লাটফর্ম কখনো রাজনীতির বিকল্প হতে পারবে না। দুই বছরের তত্ত্বাবধায়ক সরকারের পর এখন ‘সুশীল’ একটি গালিতে পরিণত হয়েছে।’

ড. ফখরুদ্দীন আহমেদ তাকে উদ্বেগের সঙ্গে জানিয়েছেন, ‘বাংলাদেশে রোল মডেল কমে যাচ্ছে। মানুষের সামনে ‘আদর্শ’ নেই। এজন্যই মানুষ রাজনীতিবিদদের প্রতি ঝুঁকছে।’

ওই অর্থনীতিবিদকে তিনি এসব না করে, নিজের কাজটা করার পরামর্শ দেন।

আরএম

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ