বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ ।। ১৮ বৈশাখ ১৪৩২ ।। ৩ জিলকদ ১৪৪৬


ট্রাম্পের সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনের পরিপন্থি: ওআইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
ডেস্ক

ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি বলেছে, ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস শহরকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতির বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ঘোষণা দিয়েছেন তা আন্তর্জাতিক আইনের সঙ্গে সাংঘর্ষিক।

গতকাল (বৃহস্পতিবার) এক বিবৃতির মাধ্যমে মুসলিম দেশগুলোর বৃহত্তম এ সংস্থা এসব কথা বলেছে। ওআইসি আরো বলেছে, প্রেসিডেন্ট ট্রাম্পের এ সিদ্ধান্ত বিশ্বের মুসলমানদের মনে আঘাত দিয়েছে।

এছাড়া, ট্রাম্পের এ ঘোষণার মধ্যদিয়ে বায়তুল মুকাদ্দাসে ইসরাইলের দখলদারিত্বকে বৈধতা দেয়া যাবে না বলেও উল্লেখ করেছে সংস্থাটি।

বিবৃতিতে বলা হয়েছে, কথিত শান্তি আলোচনার প্রক্রিয়ায় আমেরিকা এতদিন যে মধ্যস্থতার ভূমিকা পালন করে আসছিল তা ধ্বংস হবে এবং আমেরিকার এ অবৈধ ঘোষণায় বায়তুল মুকাদ্দাসের ঐতিহাসিক ও ইসলামি পরিচিতি মুছে যাবে না। সংস্থাটি বলেছে, ১৯৬৭ সালের সীমানা অনুযায়ী বায়তুল মুকাদ্দাস হচ্ছে ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ। সূত্র : পার্সটুডে


সম্পর্কিত খবর