বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭

শিরোনাম :
‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই কুষ্টিয়ায় শীতার্তদের দ্বারে দ্বারে ‘রেডিয়েন্ট সার্কেল’ বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট জামিয়া ইসলামিয়া হোসাইনিয়ায় তাকমীল জামাতের সমাপনী দরস অনুষ্ঠিত

ক্যালিফোর্নিয়ায় দাবানল; ৫ হাজার বাড়ি-ঘর পুড়ে ছাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : গত পাঁচদিন ধরে দাবানলে পুড়তে থাকা ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষতিগ্রস্তদের সহায়তার নির্দেশও দিয়েছেন তিনি। বাতাসের বেগ বেশি থাকায় রোববারের আগে বিপজ্জনক পরিস্তিতি অব্যাহত থাকার আশঙ্কা করছে আবহাওয়া দফতর।

প্রবল বাতাসের কারণে আরও অন্যান্য জায়গায় নতুন করে আগুন লাগার খবর পাওয়া যাচ্ছে। স্যান্ডি ইয়েগো্র উত্তরাঞ্চলে আগুন ছড়িয়ে পড়তে শুরু করেছে। দাবানল এখনও নিয়ন্ত্রণে আনতে পারছেনা দমকলকর্মীরা। পাঁচদিন ধরে পুড়ছে এক লাখ ষাট হাজার একর ভূমি।

গত পাঁচ দিনে অন্তত ৫হাজার বাড়ি-ঘরসহ দালান-কোঠা পুড়ে গেছে এবং ১লক্ষ ৯০হাজার মানুষকে তাদের বাড়ি-ঘর ও আপিস আদালত থেকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। আগুন নেভানোর কাজে ৫হাজার ৭’শোর বেশি কর্মী নিয়োজিত রয়েছে এবং হ্যালিকপ্টার ব্যবহার করা হচ্ছে।

প্রচুর পরিমাণে পানি স্প্রে করা হলেও আজও নানা স্থানে আগুন ধরেছে। এখন পর্যন্ত কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি তবে প্রচুর ঘোড়া এবং অন্যান্য জীবজন্তু মারা পড়েছে।

দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ঘনবসতিপূর্ণ ভেনচুরা কাউন্টিতে এ দাবানলে পুড়ে ছাই হয়েছে পাঁচশর'ও বেশি স্থাপনা। উত্তর ও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ২ লাখ মানুষ তাদের ঘর-বাড়ি ছেড়ে অন্যত্র সরে যেতে বাধ্য হয়েছে। তারা আগুনের এমন ভয়াবহতা কখনও দেখেননি। যেসব জায়গায় আগুন নিভে গেছে সেখানে ফিরে নিজের বাড়ি ঘরের বিধ্বস্ত চেহারা দেখে মর্মাহত অনেকেই।

শুধু বনাঞ্চল কিংবা ঘর-বাড়ি নয় এ দাবানলে পুড়ে গেছে হাজার হাজার একর জমির ফসলও। যুক্তরাষ্ট্রের চাহিদার ৯০ ভাগ অ্যাভোকাডোর চাষ করা হয় ক্যালিফোর্নিয়ার। এ দাবানলে শত শত একর জমির অ্যাভোকাডোর ফলনও পুড়ে গেছে। দাবানলের এমন অবস্থায় ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। একইসঙ্গে ক্ষতিগ্রস্তদের সহায়তায় কেন্দ্র সরকারকে নির্দেশও দেন তিনি। সূত্র : সিএনএন

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ