শুক্রবার, ০২ মে ২০২৫ ।। ১৯ বৈশাখ ১৪৩২ ।। ৪ জিলকদ ১৪৪৬


জেরুসালেমে ফিলিস্তিনির ছুরিকাঘাতে ইসরাইলি নিরাপত্তারক্ষী আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জেরুসালেম বাস স্টেশনে এক ফিলিস্তিনির ছুরিকাঘাতে ইসরাইলি নিরাপত্তাকর্মী আহত হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি পুলিশ।

রোববারের জেরুসালেমের প্রধান বাস স্টেশনে এই হামলার ঘটনা ঘটে। এতে নিরাপত্তারক্ষীর দেহের উপরের অংশে আঘাত লাগে। পুলিশ হামলাকারীকে গ্রেপ্তার করেছে।

ঘটনার বর্ণনায় ইসরায়েলের পুলিশ জানায়, অধিকৃত পশ্চিম তীর থেকে আসা ২৪ বছর বয়সী এক ফিলিস্তিনি জেরুজালেমের প্রধান বাস স্টেশনের প্রবেশপথে মেটাল ডিটেক্টরের কাছে যাওয়ার পরপরই নিরাপত্তারক্ষীকে ছুরিকাঘাত করে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসাবে স্বীকৃতি দেওয়ার পর কোনও ইসরায়েলির ওপর এটিই প্রথম ছুরি হামলা।

ট্রাম্পের ওই ঘোষণার পর থেকে পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম, গাজা উপত্যকায় বিক্ষোভ-সংঘর্ষ চলছে। বিক্ষোভ ছড়িয়ে পড়ছে গোটা বিশ্বজুড়েও।

এদিকে ফিলিস্তিনিদের রকেট হামলার জবাবে শনিবার থেকে ইসরায়েল গাজায় বিমান হামলা শুরু করেছে। এ হামলায় দুই যোদ্ধা নিহত হওয়ার কথা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলনের দল হামাস।

এছাড়াও গত শুক্রবার হামাসের ডাকা ক্ষোভ দিবসে সংঘর্ষেও পশ্চিম তীরে আরও দুজন ফিলিস্তিনি নিহত এবং বহু ফিলিস্তিনি আহত হয়েছে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ