বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ ।। ১৮ বৈশাখ ১৪৩২ ।। ৩ জিলকদ ১৪৪৬

শিরোনাম :

এই শিশুর মাসিক আয় সাড়ে ছয় কোটি টাকা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাহনূর শাহীন: মাত্র ছয় বছর বয়সি শিশুর নামে উঠে গেছে ফোবর্সের তালিকায়। ইউটিউব থেকে আয়ের হিসেবে ২০১৭ সালে ফোবর্সের তালিকায় শীর্ষস্থান দখল করেছে এই বিস্ময় বালক।

শিশুটির মাসিক আয় সাড়ে ছয় কোটি টাকারও বেশি। অবশ্য এর পেছনে বড় কৃতিত্বটা তার বাবা মায়েরই। বিস্ময়ের ব্যপার হলো, নিজের পছন্দের কাজ করেই অনায়াসে কোটি টাকা আয় করছে এই বিস্ময় বালক।

ছয় বছর বয়সি শিশুটির নাম রায়ান।গণমাধ্যমে নাম প্রকাশে অনিচ্ছুক রায়ানের অভিভাবক মার্কিন দম্পতি জানান রায়ানের ইচ্ছাতেই ইউটিউব চ্যানেল খুলে ভিডিও তৈরি করা হয়। চ্যানেলের নাম দেয়া হয় রায়ানের নামে ‘রায়ান টয়েজ রিভিউ’।

[caption id="" align="alignnone" width="604"] বাবার সাথে রায়ান[/caption]

রায়ানের মা জানায়, রায়ানের বয়স তখন মাত্র তিন বছর। রায়ান ইউটিউবে বিভিন্ন টয় রিভিউ ভিডিও দেখে উৎসাহিত হয়ে সে নিজেই মা-কে বলে, ‘আমাকে নিয়ে তুমি ভিডিও বানাও না কেন?’ সেই থেকেই নতুন ভিডিও চ্যানেলের পরিকল্পনা করে এবং ২০১৫ সালের মার্চ মাসে যাত্রা শুরু করে রায়ান টয়েজ রিভিউ।

[caption id="" align="alignnone" width="604"] বাবা এবং মায়ের সঙ্গে [/caption]

এরপর থেকে রায়ানের মা বিভিন্ন ভিডিও তৈরি করে তা ইউটিউবে আপলোড করতে থাকেন। ভিডিওতে রায়ান তার পছন্দের খেলনাগুলো নিয়ে কথা বলতো। জানাতো খুটিনাটি বিভিন্ন বিষয়। সেই ভিডিও দেখতে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ রায়ানের চ্যানেলে ভিজিট করা শুরু করে। এভাবেই জনপ্রিয়তা পেতে থাকে রায়ানের চ্যানেল।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ