বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭

শিরোনাম :
ন্যায্যতার ভিত্তিতে আসন সমঝোতা হওয়া প্রয়োজন: খেলাফত মজলিস ‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই কুষ্টিয়ায় শীতার্তদের দ্বারে দ্বারে ‘রেডিয়েন্ট সার্কেল’ বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট

যুক্তরাষ্ট্রের বৈরী সিদ্ধান্তের পর মুসলিমবিশ্ব চুপ থাকতে পারে না: আবদুল হামিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেছেন, ‘জেরুসালেম নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বৈরী সিদ্ধান্তের পর ওআইসি তথা মুসলিম বিশ্ব চুপ করে বসে থাকতে পারে না’।

রাষ্ট্রপতি বলেন, যুক্তরাষ্ট্রের এমন অবিবেচনাপ্রসুত সিদ্ধান্ত মুসলিম বিশ্বে মারাত্মক আঘাত হেনেছে।

তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে ওআইসি’র বিশেষ সম্মেলনে অংশ নিয়ে জেরুসালেম ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরে রাষ্ট্রপতি এডভোকেট আব্দুল হামিদ এসব কথা বলেন।

জেরুজালেম প্রশ্নে যুক্তরাষ্ট্রকে সিদ্ধান্ত বদলে বাধ্য করতে মুসলিম দেশগুলোর জোট ওআইসিকে দ্রুত কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, ‘ইসরাইলকে তাদের নীতি ও কর্মকাণ্ড থেকে সরে আসতে বাধ্য করার চেষ্টায় আমাদের বিশ্ব সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করতে হবে। জেরুজালেম নিয়ে ওআইসির এ পর্যন্ত যেসব বাস্তবায়নযোগ্য সিদ্ধান্ত নিয়েছে, সেগুলো আমাদের এগিয়ে নিতে হবে’।

বিশ্ববাসীকে সতর্ক করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ওই সিদ্ধান্ত ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। মুসলিম বিশ্বে নতুন করে ক্ষোভের আগুন জ্বালিয়ে দেওয়া হলে তা সহিংসস উগ্রবাদকে আরও উসকে দিতে পারে এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে।

তিনি বলেন, ‘মার্কিন প্রেসিডেন্টের এই অর্বাচীন সিদ্ধান্তের ফলে আরব-ইসরায়েল শান্তি প্রক্রিয়ার মধ্যস্থতাকারী হিসেবে যুক্তরাষ্ট্রের গ্রহণযোগ্যতাই প্রশ্নের মুখে পড়েছে’।

তুরস্কের প্রেসিডেন্ট ও ওআইসির সভাপতি এরদোগানের সভাপতিত্বে এ সম্মেলনে ওআইসি মহাসচিব ইউসেফ বিন আহমদ আল-ওসাইমিন এবং ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সহ মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র নেতারা বক্তব্য দেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ