বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭

শিরোনাম :
‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই কুষ্টিয়ায় শীতার্তদের দ্বারে দ্বারে ‘রেডিয়েন্ট সার্কেল’ বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট জামিয়া ইসলামিয়া হোসাইনিয়ায় তাকমীল জামাতের সমাপনী দরস অনুষ্ঠিত

পাকিস্তানে যে কারণে বন্ধ হলো ১০০০ স্কুল-মাদরাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে এক হাজার সরকারি স্কুল-মাদরাসা বন্ধ করে দেওয়া হয়েছে। আর এর পেছনে কারণ রয়েছে শিক্ষার্থীর অভাব। নিয়মিত শিক্ষার্থী না থাকায় এসব স্কুল বন্ধ করে দেয়া হয়।

শিক্ষা বিভাগের এক কর্মকর্তা সংবাদমাধ্যম ডনকে জানান, প্রদেশের মুখ্যমন্ত্রী পারভেজ খাত্তাকের সিদ্ধান্তেই স্কুল ও মাদরাসাগুলো বন্ধ করা হয়। এগুলো আর খোলা হবে না বলেও জানান তিনি।

শিক্ষা বিভাগের ওই কর্মকর্তা জানান, স্কুল ও মাদরাসা নির্মাণের বিষয়ে শিক্ষা বিভাগের তেমন কোনো হাত নেই। সব সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীই নিয়ে থাকেন। অনেক সময় প্রয়োজনীয় এলাকায় স্কুল নির্মাণ না করে মুখ্যমন্ত্রীর পছন্দের এলাকায় নির্মাণ করা হয়। তার সিদ্ধান্তের কাছে শিক্ষা বিভাগ অসহায়।

ডনের খবরে বলা হয়, কম শিক্ষার্থীর জন্য ওই এক হাজার স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, শিক্ষার বিভাগ স্কুলগুলো অযৌক্তিক স্থানে নির্মাণ করেছে। এ ছাড়া বিগত সরকারের সময় ভোট পাওয়ার আশায় প্রত্যন্ত এলাকায় নির্মাণ করা অনেক স্কুল।

শিক্ষা বিভাগের বরাত দিয়ে ডনের খবরে বলা হয়, শিক্ষার্থীর সংখ্যা ৪০-এর কম বলে স্কুল ও মাদরাসাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। সেগুলোর বেশির ভাগই গ্রামাঞ্চলে অবস্থিত।

সরকারি নির্দেশনা অনুযায়ী কোনো এলাকার বাসিন্দা এক হাজারের ওপরে হলেই সরকারি স্কুল ও মাদরাসা নির্মাণ করা যাবে। এ ছাড়া স্কুলে কমপক্ষে ১৬০ জন শিক্ষার্থী থাকতে হবে।

মায়ের দু‘আ আমাকে কাবা শরীফের ইমাম বানিয়েছে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ