মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ ।। ৯ বৈশাখ ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৬


গোলাপগঞ্জে ফ্রি চক্ষু শিবিরে ৫ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গোলাপগঞ্জ উপজেলার কাওছারাবাদ ওয়েলফেয়ার ট্রাস্ট ও আল মোস্তফা ওয়েলফেয়ার ট্রাস্টের যৌথ উদ্যোগে গত ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার কাওছারাবাদ কলেজে ফ্রি চক্ষুশিবির অনুষ্ঠিত হয়।

বিশেষজ্ঞ ডাক্তারগণ দিনব্যাপী চক্ষুশিবিরে প্রায় ৫ শতাধিক রোগীর চক্ষু পরীক্ষা করেন। এদের মধ্যে থেকে ৬০ জন রোগী চক্ষু অপরাশেন করা হয়।রোগীদের মধ্যে বিনামূল্যে ঔষধ ও চশমা প্রদান করা হয়।

কাওছারাবাদ ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ¦ আখতার হোসেন কাওছারের সভাপতিত্বে ও কলেজের উপাধ্যক্ষ মোঃ জামাল উদ্দিনের পরিচালনায় ফ্রি চক্ষুশিবির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চ্যানেল এস’র ম্যানেজিং ডাইরেক্টর তাজ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহজালার আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি খলিলুর রহমান খলকু, তোয়াকুল কলেজের প্রভাষক রোটারিয়ান ফয়সল আহমদ, ইউপি সদস্য তারেক আহমদ।

স্বাগত বক্তব্য রাখেন কাওছারাবাদ ওয়েলফেয়ার ট্রাস্টের সচিব লায়েছ আহমদ। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক রিপা বেগম, বর্ণালী দাস, মাহমুদ নূর, দেলওয়ার হোসেন, আনিসুল ইসলাম, আব্দুর রব, অমল কুমার দে, শাহনূর আলী প্রমুখ।

এসএস/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ