বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭

শিরোনাম :
সংবিধান উপেক্ষা করে কাশ্মীরে মসজিদ সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য সংগ্রহ শুরু ন্যায্যতার ভিত্তিতে আসন সমঝোতা হওয়া প্রয়োজন: খেলাফত মজলিস ‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই কুষ্টিয়ায় শীতার্তদের দ্বারে দ্বারে ‘রেডিয়েন্ট সার্কেল’ বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি

মধ্যবর্তী নির্বাচনেও স্বাধীনকামীদের পক্ষে কাতালোনীয়দের ভোট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  স্পেন সরকারের তোপের মুখে কিছু দিন আগে ব্যর্থ হয়ে যায় কাতালোনিয়ার স্বাধীনতার উদ্যোগ। সে রেশ কাটতে না কাটতে অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে স্বাধীনতাকামী দলগুলো আবারও সংখ্যাগরিষ্ঠতা পেলো।

গত বৃহস্পতিবার এ মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয় এবং গতকাল শুক্রবার প্রকাশিত ফলাফলে কাতালোনিয়ার স্বাধীনতাকামী রাজনৈতিক দলগুলোকে এগিয়ে থাকতে দেখা যায়।

মধ্যবর্তী নির্বাচনের ফলাফল ঘোষণার পর কাতালোনিয়ার বহিষ্কৃত নেতা কার্লোস পুজেমন স্পেনের সঙ্গে আলোচনার ডাক দিয়েছেন।

তিনি বলেছেন, বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এ আলোচনা অনুষ্ঠিত হতে পারে। এর আগে পুজেমন বলেন, মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে এটি পরিষ্কার যে কাতালোনিয়ায় স্পেন রাষ্ট্রের পরাজয় হয়েছে।

তবে সংখ্যাগরিষ্ঠতা পেলেও গতকালের মধ্যবর্তী নির্বাচনে আগের চেয়ে ভোট কম পেয়েছে স্বাধীনতাকামী দলগুলো।

বৃহস্পতিবারের নির্বাচনে স্বাধীনতাকামী দলগুলো মোট ১৩৫টি আসনের মধ্যে ৭০টিতে জয় পেয়েছে। তবে এর আগের নির্বাচনে তারা আরও দুটি আসন বেশি পেয়েছিল। কাতালানের এই আঞ্চলিক নির্বাচনে এবার রেকর্ডসংখ্যক ভোট পড়েছে। নির্বাচনে মোট ৮০ শতাংশের বেশি ভোট পড়েছে।

 

উল্লেখ্য, স্পেন থেকে পুরোপুরি পৃথক হতে গত ২৭ অক্টোবর স্বাধীনতা ঘোষণা করে কাতালোনিয়া। পাল্টা জবাবে কাতালোনিয়ায় প্রত্যক্ষ শাসন জারি করে স্পেন সরকার।

বহিষ্কার করা হয় ওই অঞ্চলের স্বাধীনতাকামী নেতা কার্লোস পুজেমনকে। পরে তিনি বেলজিয়ামে আশ্রয় নেন।

কেন্দ্রীয় সরকারের অধীনে কাতালোনিয়ায় গতকালের ফলাফলে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় অঞ্চলটির স্বাধীনতা লাভের দাবি আরও জোরালো হলো বলে মনে করছেন বিশ্লেষকেরা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ