বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭

শিরোনাম :
সংবিধান উপেক্ষা করে কাশ্মীরে মসজিদ সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য সংগ্রহ শুরু ন্যায্যতার ভিত্তিতে আসন সমঝোতা হওয়া প্রয়োজন: খেলাফত মজলিস ‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই কুষ্টিয়ায় শীতার্তদের দ্বারে দ্বারে ‘রেডিয়েন্ট সার্কেল’ বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি

চলন্ত ট্রেনে দেওবন্দের ছাত্রের উপর সন্ত্রাসী হামলা : নির্বিকার প্রশাসন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তাওহীদ মাদানী: দারুল উলুম ওয়াকফ দেওবন্দে কিছু দিন পূর্বে সমাপ্ত হলো অর্ধ বার্ষিকী পরীক্ষা৷ পরীক্ষার পর মাদরাসা ছুটি ছিলো প্রায় দুই সপ্তাহ৷ ছুটি শেষে বাড়ি থেকে মাদরাসায় ফেরার পথে পথিমধ্যে সন্ত্রাসী হামলার শিকার হয় এক শিক্ষার্থী৷

জানা যায় ছাত্রটির নাম মুহাম্মাদ নজীবুল্লাহ৷ সে বেগমপুর এক্সপ্রেস নামক ট্রেনে করে ফিরছিল মাদরাসায়৷ পথিমধ্যে একদল সন্ত্রাসী তার ব্যাগ নিয়ে পালিয়ে যেতে উদ্যত হয়৷ এরপর নজীবুল্লাহ তাদেরকে বাধা দিলে তারা আক্রমণ করে বসে৷

ছাত্রের বাসা ভারতে ঝারখন্ড প্রদেশে৷ ট্রেন ঝারখন্ড থেকে রওয়ানা হয়ে সুলতানপুর স্টেশনে পৌঁছলে ট্রেনে ঢুকে পরে সন্ত্রাসীদের দল৷ তখন রাত হওয়ায় সকলেই ছিল ঘুমে বিভোর৷ সন্ত্রাসীরা সংখ্যায় ছিল চারজন৷ তারা যখন উক্ত ছাত্রের ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়ার উপক্রম হয় অমনি জেগে উঠে ছাত্র নজীবুল্লাহ৷

যখন তারা নজীবুল্লাহ কতৃক বাধাগ্রস্ত হয় তখন তারা অকথ্য ভাষায় গালি-গালাজ শুরু করে দেয় নজীবুল্লাহকে৷ সে প্রতিবাদ করলে তারা তাকে বেধড়ক মারপিট শুরু করে৷ এক পর্যায়ে নজিবুল্লাহ জ্ঞান হারায়৷

নজীবুল্লাহ ছোট কাল থেকেই কওমী মাদরাসার ছাত্র৷ পড়া-লেখার হাতে খড়ি তার নিজ এলাকাতেই৷ ধারাবাহিক পড়া-শুনা চলতে তাকে সেখানেই৷ এরপর উচ্চ শিক্ষার জন্য নজীবুল্লাহ গত বৎসর দারুল উলুম ওয়াকফে এসে ভর্তি হয় মেশকাত জামাতে৷ এ বৎসর সে দাওরা পড়ছিল ওয়াকফ দেওবন্দে৷

হামলার শিকার হলে ছাত্র নজীবুল্লাহ উক্ত ঘটনার বিবরণ ফোনের মাধ্যমে ওয়াকফ দেওবন্দের সিনিয়র উস্তাদ মাওলানা রেজওয়ান মারুফীকে অবগত করে৷ তিনি তৎক্ষনাৎ সুলতানপুর জমিয়তে উলামায়ে হিন্দের সেক্রেটারী মাওলানা ছিদ্দিকুল্লাহকে খবর দিলে তিনি ঘটনস্তলে পৌঁছে তাকে উদ্ধার করেন৷

উল্লেখ্য, হিন্দুস্তানে কেন্দ্রিয় সরকারের আসনে বিজেপির ক্ষমতায়নের পর থেকেই শুরু হয় এই ট্রেন হামলার ঘটনা৷ দেওবন্দ, ওয়াকফ দেওবন্দ এবং অন্যান্য দ্বীনি প্রতিষ্ঠানের ছাত্ররা শিকার হয়ে আসছে একের পর সন্ত্রাসী হামলার৷

এই ঘটনাও সেই একই সূত্রের বৈ কিছু নয়৷ বহুবারই ঘটেছে এই ধরণের ট্রেন হামলার ঘটনা৷ কিন্তু আজ অবধি প্রশাসন কতৃক খতিয়ে দেখা হয়নি কোনো একটি ঘটনাকেও৷ এভাবে অপরাধীরা থেকে যাচ্ছে ধরা ছোঁয়ার বাইরে৷

মিল্লাত টাইমস

এইচজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ