মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ ।। ৯ বৈশাখ ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় নতুন প্রস্তাব আসছে : আলী রীয়াজ নবীজিকে নিয়ে কটূক্তি, সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ স্বায়ত্তশাসন পুনঃপ্রতিষ্ঠার দাবিতে পরমাণু শক্তি কমিশনের সংবাদ সম্মেলন AAOIFI ও CSBIB এর প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত ওয়াকফ বিল বাতিলের দাবিতে খেলাফতের গণমিছিল কাল দুই কলেজ শিক্ষার্থীদের মারামারি, আহত ৭ জন ঢামেকে নৈতিক শিক্ষা এখন কেবল মাদরাসায় পাওয়া যায় : ধর্ম উপদেষ্টা মাদ্রাসা ব্যবস্থাপনায় স্বেচ্ছাচারিতা: শিক্ষকের সম্মান কোথায়? ফিলিস্তিন ও রোহিঙ্গা ইস্যু বিশ্ব যেন উপেক্ষা না করে : প্রধান উপদেষ্টা মসজিদ নির্মাণে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান ফখরুলের

শরীয়তপুর জেলার ইতিহাস-ঐতিহ্য নিয়ে গ্রন্থ রচনার উদ্যোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের ৬৪ টি জেলার মধ্যে একটি জেলা শরীয়তপুর৷ যা দেশের পিছিয়ে পড়া জেলাগুলোর মধ্য অন্যতম ৷ উন্নয়ন, আধুনিকায়ন, চিকিৎসা ব্যবস্থাসহ বিভিন্ন ক্ষেত্রে খুবই পিছিয়ে শরীয়তপুর জেলা ৷ এর একটি অন্যতম কারণ, জেলা হিসেবে শরীয়তপুরের বয়স খুব বেশী নয় ৷

১৯৭৭ সালের আগ পর্যন্ত পূর্ব মাদারীপুর নামে, ফরিদপুর জেলার মাদারীপুর মহকুমার একটি অঞ্চল ছিল শরীয়তপুর ৷ ঐ বছর স্বতন্ত্র মহকুমা ঘোষিত হয় এবং ১৯৮৪ সালে জেলা হিসেবে স্বীকৃতি পায় ৷ তবে শরীয়তপুর জেলা যোগাযোগ ব্যবস্থা বা শিক্ষা ব্যবস্থায় (ধর্মীয় বা জাগতিক) কাম্যমানে এখনও উন্নিত হয়নি ৷

তবে শরীয়তপুরবাসী ম্যান পাওয়ারের বিচারে এগিয়ে আছে ৷ দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে তাদের যথেষ্ট অবদান আছে ৷

শরীয়তপুরবাসীর গর্ব করার মত ইতিহাস ঐতিহ্য আছে ৷ অনেক বিখ্যাত ব্যক্তির জন্মস্থান যেমন শরীয়তপুর, তেমনি অনেক বিখ্যাত ঘটনার সাক্ষী এই শরীযতপুর ৷ অনেক প্রখ্যাত জনের মাজার যেমনি শরীয়তপুরে আছে, তেমনি অনেক বিখ্যাত স্থাপনাও শরীয়তপুরে আছে ৷ দুঃখজনক হলেও সত্য যে , সেসব ইতিহাস , ঐতিহ্য কিংবা স্হাপনাগুলোর যথাযথ হেফাজত না সরকারী উদ্যেগে হয়েছে, না জনগণের তরফে হয়েছে ৷

অতএব, শরীয়তপুরের ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ করা এবং নতুন প্রজন্ম পর্যন্ত সেটা পৌঁছে দেয়ার জন্য একটি গ্রন্থ রচনার উদ্যেগ নেয়া হয়েছে ৷

আপনার কাছে শরীয়তপুর বিষয়ক ঐতিহাসিক কোন ঘটনা বা ব্যক্তির তথ্য বা ছবি থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ রইলো।

যোগাযোগ:
তাহমীদ মাদানী
সভাপতি
শরীয়তপুর জেলা ইতিহাস ঐতিহ্য পরিষদ
০১৯৯৮ ১১৭৭০২


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ