বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭

শিরোনাম :
সংবিধান উপেক্ষা করে কাশ্মীরে মসজিদ সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য সংগ্রহ শুরু ন্যায্যতার ভিত্তিতে আসন সমঝোতা হওয়া প্রয়োজন: খেলাফত মজলিস ‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই কুষ্টিয়ায় শীতার্তদের দ্বারে দ্বারে ‘রেডিয়েন্ট সার্কেল’ বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি

মার্কিন জেরুসালেম-নীতির সমালোচনা করলেন অর্থডক্স চার্চের প্রধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম, ডেস্ক : গ্রিক অর্থডক্স ফেনার জেলার প্যাট্রিয়াক বার্থলোমে জেরুসালেমে পবিত্র নগরীর মর্যাদার রক্ষার আহ্বান জানিয়ে বলেন,  জেরুসালেমের সব খ্রিস্টান শুধু অর্থডক্স নয়, ক্যাথলিক ও আর্মেনিয়ানসহ সবাই একই মত পোষণ করেন।

রোববার তুরস্কের ইস্তাম্বুলে ক্রিসমাস ধর্মসভার বক্তৃতায় মার্কিন যুক্তরাষ্ট্রের জেরুসালেমকে ইসরাইলের রাজধানী বানানোর উদ্যোগের সমালোচনা করে তিনি এ কথা বলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের জেরুসালেমকে ইসরাইলের রাজধানী বানানোর উদ্যোগের সমালোচনা করেছেন।

তিনি প্রশ্ন করেন, মধ্যপ্রাচ্য ইতোমধ্যে বহু সমস্যায় জর্জরিত, সেখানে নতুন করে সংকট তৈরি করতে হবে কেন? তিনি ইস্তাম্বুলের ফেনার জেলার প্যাট্রিয়াক বার্থলোমে সম্প্রতি জেরুজালেমের প্যাট্রিয়াক থিওফিলোজের সঙ্গে দেখা করে একমত পোষণ করেছেন যে জেরুজালেম অবশ্যই সব বিশ্বাসের লোকের জন্য নিরাপদ শহর হিসেবে থাকবে।

একই সফরে তিনি ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাতে ফিলিস্তিনবাসীর জন্য শান্তিপূর্ণ ২০১৮ সালের শুভ কামনা জানিয়েছেন।

উল্লেখ্য, চলতি বছরের ৬ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী স্বীকৃতি দেন এবং তেল আবিব থেকে সেখানে দূতাবাস স্থানান্তরের ঘোষণা দেন। ২১ ডিসেম্বর জাতিসংঘে সাধারণ পরিষদের এক জরুরি বৈঠকে জেরুজালেম ইস্যুতে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। এতে ১৭২ দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের ঘোষণাকে ‘বাতিল ও প্রত্যাখ্যান’ করে একটি রেজ্যুলেশন পাস হয়।

সূত্র: আন্দারুস এজেন্সি, পরিবর্তন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ