বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭

শিরোনাম :
‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই ইসলামী আন্দোলনের আমীর সংবাদ সম্মেলন স্থগিত করতে কাউকে অনুরোধ করেন নাই কুষ্টিয়ায় শীতার্তদের দ্বারে দ্বারে ‘রেডিয়েন্ট সার্কেল’ বাড্ডায় নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট জামিয়া ইসলামিয়া হোসাইনিয়ায় তাকমীল জামাতের সমাপনী দরস অনুষ্ঠিত

মালদ্বীপে ভারতের সামরিক হস্তক্ষেপের আহবান সাবেক প্রেসিডেন্ট নাশিদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক

মালদ্বীপের রাজনৈতিক সংকট নিরসনে ভারতের হস্তক্ষেপ কামনা করলো দেশটির সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ।

মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন দেশটিতে ১৫ দিনের জরুরি অবস্থা জারি করার পর নাশিদ এ আহবান জানালো।

নাশিদ বলেছেন, প্রতিবেশী দেশ হিসেবে ভারতের উচিৎ সামরিক হস্তক্ষেপের মাধ্যমে সুপ্রিম কোর্টের বিচারপতি ও সাবেক প্রেসিডেন্টকে মুক্ত করা। আমরা তাদের শারীরিক উপস্থিতি কামনা করছি।

দেশে জরুরি অবস্থা জারি করার পর তাদের গ্রেফতার করা হয়েছে।

এ মাসের শুরুতে সুপ্রিম কোর্ট মালদ্বীপের প্রেসিডেন্ট ইয়ামিনকে অভিযুক্ত করা এবং সাবেক প্রেসিডেন্ট নাশিদকে মুক্ত করার নির্দেশ দেয়ার পর দেশটিতে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়।

নাশিদ সুপ্রিম কোর্টের রায় প্রত্যাখান করেন এবং শাসন অব্যাহত রাখার অঙ্গীকার করেন।

ইতিমধ্যে মালদ্বীপের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশ।

দেশ-বিদেশের অব্যাহত চাপের মধ্যে ইয়ামিন গতকাল সোমবার দেশে জরুরি অবস্থা জারি করেন। তিনি বলেন, জনগণের নিরাপত্তার স্বার্থে তিনি তা করছেন।

জরুরি অবস্থা জারি করার পরপর ইয়ামিন সুপ্রিম কোর্ট ভবনে সেনা প্রেরণ করেন। তারা প্রধান বিচারপতি আবদুল্লাহ সাঈদ, বিচারপতি আলি হামিদ ও সাবেক প্রেসিডেন্ট মামুন আবদুল গাইয়ুমকে গ্রেফতার করে।

নাশিদ ভারত ছাড়াও জাতিসংঘসহ বিশ্বশক্তির হস্তক্ষেপ কামনা করেন।

উল্লেখ্য, মোহাম্মদ নাশিদ এখন প্রতিবেশী দেশ শ্রীলঙ্কায় নির্বাসনে রয়েছে।

সূত্র : আল জাজিরা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ