সোমবার, ০৫ মে ২০২৫ ।। ২২ বৈশাখ ১৪৩২ ।। ৭ জিলকদ ১৪৪৬


পাকিস্তানে নিষিদ্ধ 'ভ্যালেন্টাইনস ডে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। এ উপলক্ষ্যে বিশ্বব্যাপী তরুণ প্রজন্মের মাঝে উন্মাদনা চরমে। বিশ্বের সর্বত্রই এই  ভ্যালেন্টাইনস ডে'র জোয়ার তুঙ্গে। এক্ষেত্রে পাকিস্তানে ভিন্নতাই লক্ষ করা যায়।

পাকিস্তানে সরকারিভাবে ভালোবাসা দিবস উদযাপনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাকিস্তানে নাকি সুপ্রিমকোর্ট নিষেধাজ্ঞা জারি করে জানিয়েছে, কেউ কোথাও যেন ভ্যালেন্টাইনস ডে সেলিব্রেট না করেন। সেজন্য আগে থেকেই টেলিভিশন, রেডিও চ্যানেলে বিশেষ ঘোষণা করে সতর্ক করা হচ্ছে পাকিস্তানের প্রেমিক–প্রেমিকাদের।

নিষেধাজ্ঞায় আরো বলা হয়েছে, সংবাদ মাধ্যমেও এই সংক্রান্ত কোনো বিজ্ঞাপন বা অনুষ্ঠান দেখানো যাবে না। ২০১৭ সাল থেকেই এই নির্দেশিকা জারি করেছিল ইসলামাবাদ হাইকোর্ট। এ বছরও সেই নিষেধাজ্ঞা বহাল থাকছে বলে সরকারি তরফে জানানো হয়েছে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ