সোমবার, ০৫ মে ২০২৫ ।। ২২ বৈশাখ ১৪৩২ ।। ৭ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
মাওলানা গুলাম মুহাম্মাদ ওস্তানভী রহ. যেনো একটি প্রতিষ্ঠান শাপলা গণহত্যার দ্রুত বিচার নিশ্চিতের দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ধর্ম উপদেষ্টার সঙ্গে হাইআতুল উলয়ার প্রতিনিধি দলের সাক্ষাৎ লাল কেল্লার মালিকানা চেয়ে মোগল সম্রাটের ‘বংশধরের’ দাবি খারিজ ‘জুলাই অভ্যুত্থানের সেনানীদের ভীত-সন্ত্রস্ত করার হীন অপচেষ্টা রুখে দিতে হবে’ শাপলায় শহীদদের স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশের দাবি ভারত-পাকিস্তান ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠক আজ ৫ই মে ঐতিহাসিক গণহত্যা দিবস: আমাদের চোখ খুলবে কবে? স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের নির্দেশ ‘২৫ মার্চের কালরাতকেও হার মানিয়েছে শাপলা চত্বরের গণহত্যা’

জাস্টিন ট্রুডোর পিতৃপরিচয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নাকি কিউবার প্রয়াত জননায়ক ফিদেল কাস্ত্রোর ছেলে। পাতানো সম্পর্ক নয়, একেবারে কাস্ত্রোর সঙ্গে রক্তের সম্পর্ক রয়েছে ট্রুডোর। এমনটাই গুজব ছড়ালো সোশ্যাল মিডিয়ায়।

যদিও গুজবে জল ঢালতে তড়িঘড়ি সাংবাদিক বৈঠক করে কানাডা সরকার জানিয়েছে, ট্রুডো কোনওভাবেই ফিদেল কাস্ত্রোর সন্তান নন।

সোশ্যাল মিডিয়ার খবর, ১ ফেব্রুয়ারি ফিদেল কাস্ত্রোর বড় ছেলে ফিদেলিতো আত্মঘাতী হওয়ার সময় তার সুইসাইড নোটে ট্রুডোকে সৎ ভাই বলে উল্লেখ করেছেন। যদিও ফিদেলিতো এমন কোনও সুইসাইড নোট লিখেছেন কিনা সে বিষয়েও ধন্দে পুলিশ। কিউবা সরকারের তরফে এখনও পর্যন্ত এমন কোনও বিবৃতি পাওয়া যায়নি।

২০১৬ সালের নভেম্বরে ফিদেল কাস্ত্রোর মৃত্যুর পর এমন গুজব ছড়িয়েছিল। কানাডার সাবেক প্রধানমন্ত্রী পিয়ারে ট্রুডো ও তার স্ত্রী মার্গারেটের সন্তান হিসাবেই আজন্ম পরিচিত জাস্টিন। জন্ম ১৯৭১ সালের ২৫ ডিসেম্বরে। পিয়ারে এবং মার্গারেটে বিয়ের ৯ মাস পর জাস্টিনের জন্ম হয়।

প্রসঙ্গত, জাস্টিনের জন্মের চার বছর আগে কিউবা গিয়েছিলেন মার্গারেট। সেখানে ফিদেল কাস্ত্রোর সঙ্গে সাক্ষাতও করেন তিনি। এরপর আর কোনও দিন কিউবা যাননি মার্গারেট। সে ক্ষেত্রে কোনওভাবেই ফিদেলের সন্তান হতে পারে না জাস্টিন ট্রুডো। এমনটাই মত ওয়াকিবহাল মহলের।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ