মঙ্গলবার, ০৬ মে ২০২৫ ।। ২২ বৈশাখ ১৪৩২ ।। ৮ জিলকদ ১৪৪৬


‘আমিও মুসলমান হবো’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: মিসরের ফুটবলার মোহাম্মদ সালাহ। বর্তমানে খেলছেন ইংলিশ ক্লাব লিভারপুলের হয়ে। চলতি মৌসুমে দলটির হয়ে ৩০টি গোল করেছেন সালাহ। এর মধ্য দিয়েই জয় করে নিয়েছেন ভক্ত ও দর্শকদের মন।

লিভারপুল ভক্তদের কাছে সালাহের জনপ্রিয়তা এমনই যে তারা মুসলিম এই ফুটবলারের ধর্মও নিজের করে নিতে চাচ্ছেন। মাঠের গ্যালারি থেকে গানে গানে জানিয়েছেন তাদের মনের কথা।

ভক্ত দর্শকরা গ্যালারি থেকে বলেন, ‘মো সালা-লা-লা-লা-লাহ, মো সালা-লা-লা-লা-লাহ, ‘তিনি যদি তোমার জন্য ভালো হয়, আমার জন্যেও ভালো। সে যদি আরও কিছু গোল করে, আমিও মুসলিম হবো।’

মিসরীয় এই তারকা ফরোয়ার্ডের কাছে মুসলিম হওয়ার ইচ্ছা প্রকাশ করে ভক্তরা বলেন, ‘সে যে মসজিদে যায়, সেখানে আমরাও যেতে চাই।’

ইতালিয়ান ক্লাব রোমা থেকে লিভারপুলে যোগ দেন ২৫ বছর বয়সী এই মিসরীয় তারকা ফুটবলার। মিসরের জাতীয় দলের হয়েও খেলেন সালাহ। সম্প্রতি ইংলিশ ফুটবলে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি।

এক মৌসুমে ৩০ গোলের মধ্য দিয়ে লিভারপুলের ১২৫ বছরের ইতিহাসে ১৩তম ফুটবলার হিসেবে কীর্তি গড়েছেন সালাহ। এছাড়া ২০১৭ সালে বিবিসির আফ্রিকান ফুটবলার অব দ্য ইয়ার হিসেবে স্বীকৃতি পান তিনি।

রাজশাহীতে আজানের সময় বক্তব্য বন্ধ রাখলেন প্রধানমন্ত্রী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ