মঙ্গলবার, ০৬ মে ২০২৫ ।। ২২ বৈশাখ ১৪৩২ ।। ৮ জিলকদ ১৪৪৬


শিক্ষকদের হাতে অস্ত্র তুলে দিতে চান ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শিক্ষকদের হাতে অস্ত্র থাকলে স্কুলে বন্দুকধারীদের হামলা প্রতিরোধ করা সম্ভব। এমনকি গেল সপ্তাহের ফ্লোরিডায় বন্দুকধারীদের গুলিতে ১৭ জন নিহতের মতো ঘটনাও থামানো যেত। তিনি আরো বলেন, হাতে বন্দুক থাকলে খুব দ্রুত এসব আক্রমণ ঠেকানো যায়।

স্কুলে স্কুলে ঢুকে গুলি চালিয়ে হত্যার ঘটনা বন্ধে শিক্ষকদের হাতে অস্ত্র দেওয়ার প্রস্তাব সামনে এনেছেন ট্রাম্প। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লোরিডার স্কুলে ১৭ জন নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্রে যখন অস্ত্র নিয়ন্ত্রণের দাবি আরও জোরালো হয়ে উঠেছে, তখনই ট্রাম্পের মাথায় এমন ভাবনা এলো।

বুধবার হোয়াইট হাউজে মার্জরি স্টোনম্যান ডগলাস হাই স্কুলের এক দল শিক্ষার্থী প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে যান। ট্রাম্প বলেন, যারা অস্ত্র কিনেছেন তাদের অতীত সময় নিয়ে খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে দেখা হবে। মানসিক স্বাস্থ্যের ওপর অনেক বেশি গুরুত্ব দেয়া হবে।

গত ১৪ ফেব্রুয়ারি ফ্লোরিডার স্কুলে গুলির ঘটনা ঘটে। ১৯ বছর বয়সী এক তরুণ একটি অ্যাসল্ট রাইফেল নিয়ে স্কুলে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। নিহত ১৭ জনের মধ্যে ১৪ জনই ছিল বিভিন্ন বয়সের শিক্ষার্থী। বিবিসি।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ