শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


আজারবাইজানে অগ্নিকাণ্ড: নিহত ২৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আজারবাইজানের একটি মাদক নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২৪ জন নিহত হয়েছে।

গতকাল শুক্রবার দেশটির রাজধানী বাকুতে ‘রিপাবলিকান ড্রাগ অ্যাবিউজ ট্রিটমেন্ট সেন্টারে’ এই ঘটনা ঘটে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আগুন লাগার পর মূলত ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণহানির ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ২৪ জনের মরদেহ উদ্ধার করে উদ্ধারকর্মীরা।

ওই পুনর্বাসন কেন্দ্রে থাকা ৫৫ জনের মধ্যে ৩৪ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। তাদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে এক তলা ওই ভবনে আগুন লেগেছে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ